Ajker Patrika

বিক্রি করতে রাজি না হওয়ায় জমিই দখল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৪০
বিক্রি করতে রাজি না হওয়ায় জমিই দখল

বগুড়ার শেরপুরে দোকানসহ জমি বিক্রয় করতে রাজি না হওয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। পৌর শহরের বারদুয়ারী হাটখোলা এলাকায় গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী গৌর গোপাল ঘোষ বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, পৌর শহরের ঘোষপাড়া এলাকার গৌরগোপাল ঘোষ বারদুয়ারী হাটখোলা এলাকায় ৫ শতাংশ নিজস্ব জমিতে দোকানঘর করে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। ওই জায়গা ও দোকানটি কিনে নিতে শহরের বারদুয়ারী হাটখোলা পাড়ার সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রস্তাবসহ নানাভাবে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু গৌরগোপাল ঘোষ নিজের ব্যবসা-বাণিজ্যের জায়গা ও দোকান বিক্রি করতে রাজি না। এতে ক্ষিপ্ত হয়ে সাইদুল ভাড়াটে লোকজন নিয়ে বৃহস্পতিবার বিকেলে গৌর গোপালের জায়গা দখল করে দোকানঘর ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যান। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর দাবি।

জায়গা দখল, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা অস্বীকার করে সাইদুল ইসলাম বলেন, ‘ওইখানে গৌর গোপালের কোনো সম্পত্তি ও দোকানপাট নেই। তা ছাড়া আমার সম্পত্তি আমিই দখলে নিয়েছি।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ