Ajker Patrika

বিএনপিসহ যুবদলের ১৫ নেতা-কর্মী কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১: ৫৩
Thumbnail image

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, নগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ ১৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে ২০১৮ সালের একটি মামলায় জামিন নিতে যান তাঁরা। এ সময় আদালতের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আতাবুউল্লা তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত নেতা-কর্মীরা হলের আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাবেক শহর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, কুসিক কাউন্সিলর ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াতুল্লাহ শিপন, মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মনির হোসেন পারভেজ, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক টিটু নাহা, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মো. জুয়েল, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুম্মন হোসেন সুমন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বসির, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত হীরা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নগরীর রানীর দিঘি পাড়ে আত্মঘাতীমূলক কার্যকলাপ করার পরিকল্পনা ও চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২২০ জনের নামে এ মামলা দায়ের করে কোতোয়ালি থানা-পুলিশ।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী আক্কাস বলেন, ‘এটি একটি মিথ্যা মামলা। এ মামলার বিষয়ে আমরা কিছুই জানি না। পুলিশের মাধ্যমে আজ জানতে পারলাম, একটি মামলা আছে। আমাদের নেতা-কর্মীরা এ মামলার আসামি। পরে জামিন নিতে গেলে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত