নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে তিন ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি ১১ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে আছে জিপিএ-৫ পাওয়া ১৬৮ শিক্ষার্থীও। অথচ এসএসসির ফল প্রকাশের পর তাদের মুখে ছিল উপচে পড়া হাসি। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাঁদের ভর্তি আজ শনিবার থেকে শুরু হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসিতে উত্তীর্ণ মোট ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী এখনো চট্টগ্রামের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। তবে এই শিক্ষার্থীদের ভর্তির একটা সুযোগ আছে। তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্তের ওপর। তখন পর্যন্ত এসব শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।
বোর্ড সূত্র জানায়, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৪ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পায় ১২ হাজার ৮০১ জন। এদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চট্টগ্রামের কলেজগুলোতে ১ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী আবেদন করে। তিন ধাপের আবেদন শেষে ১ লাখ ২৪ হাজার ১৯৫ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। আর এখনো পর্যন্ত আবেদন করা ১১ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পছন্দের একটি কলেজেও ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ১৬৮ জন শিক্ষার্থীও রয়েছে। তা ছাড়া পাস করার পরেও কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি ৯ হাজার ২৪৫ শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে পরবর্তীতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ওই শিক্ষার্থীদের অপেক্ষায় থাকতে হবে।
জাহেদুল হক বলেন, ‘প্রযুক্তি সহায়তা দেওয়া বুয়েটের দল থেকে আমাদের জানানো হয়েছে, আবেদনের পরেও ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি।’
তবে তাঁদের দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেন এই বোর্ড কর্মকর্তা। তিনি বলেন, ‘এই শিক্ষার্থীর বিষয়ে মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত নেবে। আমাদের অনেক আসন খালি আছে। দুশ্চিন্তার কিছু নেই।’
জিপিএ-৫ পেয়েও কেন ভর্তির জন্য নির্বাচিত হয়নি, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ কিছু কারণ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত কলেজে ভর্তির জন্য মাদ্রাসা বোর্ডের অধীনে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও আবেদন করেছে। এ কারণে অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পছন্দের কলেজ পায়নি। পাশাপাশি যেসব শিক্ষার্থী কলেজ পায়নি, তাঁরা হয়তো পছন্দক্রম অনুযায়ী কলেজ সঠিকভাবে বাছাই করতে পারেনি।
তবে জিপিএ-৫ পেয়েও ভর্তির সুযোগ পায়নি এমন কোনো শিক্ষার্থীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রামে তিন ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি ১১ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে আছে জিপিএ-৫ পাওয়া ১৬৮ শিক্ষার্থীও। অথচ এসএসসির ফল প্রকাশের পর তাদের মুখে ছিল উপচে পড়া হাসি। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাঁদের ভর্তি আজ শনিবার থেকে শুরু হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসিতে উত্তীর্ণ মোট ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী এখনো চট্টগ্রামের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। তবে এই শিক্ষার্থীদের ভর্তির একটা সুযোগ আছে। তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্তের ওপর। তখন পর্যন্ত এসব শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।
বোর্ড সূত্র জানায়, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৪ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পায় ১২ হাজার ৮০১ জন। এদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চট্টগ্রামের কলেজগুলোতে ১ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী আবেদন করে। তিন ধাপের আবেদন শেষে ১ লাখ ২৪ হাজার ১৯৫ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। আর এখনো পর্যন্ত আবেদন করা ১১ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পছন্দের একটি কলেজেও ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ১৬৮ জন শিক্ষার্থীও রয়েছে। তা ছাড়া পাস করার পরেও কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি ৯ হাজার ২৪৫ শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে পরবর্তীতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ওই শিক্ষার্থীদের অপেক্ষায় থাকতে হবে।
জাহেদুল হক বলেন, ‘প্রযুক্তি সহায়তা দেওয়া বুয়েটের দল থেকে আমাদের জানানো হয়েছে, আবেদনের পরেও ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি।’
তবে তাঁদের দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেন এই বোর্ড কর্মকর্তা। তিনি বলেন, ‘এই শিক্ষার্থীর বিষয়ে মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত নেবে। আমাদের অনেক আসন খালি আছে। দুশ্চিন্তার কিছু নেই।’
জিপিএ-৫ পেয়েও কেন ভর্তির জন্য নির্বাচিত হয়নি, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ কিছু কারণ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত কলেজে ভর্তির জন্য মাদ্রাসা বোর্ডের অধীনে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও আবেদন করেছে। এ কারণে অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পছন্দের কলেজ পায়নি। পাশাপাশি যেসব শিক্ষার্থী কলেজ পায়নি, তাঁরা হয়তো পছন্দক্রম অনুযায়ী কলেজ সঠিকভাবে বাছাই করতে পারেনি।
তবে জিপিএ-৫ পেয়েও ভর্তির সুযোগ পায়নি এমন কোনো শিক্ষার্থীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪