নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে তিন ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি ১১ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে আছে জিপিএ-৫ পাওয়া ১৬৮ শিক্ষার্থীও। অথচ এসএসসির ফল প্রকাশের পর তাদের মুখে ছিল উপচে পড়া হাসি। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাঁদের ভর্তি আজ শনিবার থেকে শুরু হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসিতে উত্তীর্ণ মোট ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী এখনো চট্টগ্রামের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। তবে এই শিক্ষার্থীদের ভর্তির একটা সুযোগ আছে। তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্তের ওপর। তখন পর্যন্ত এসব শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।
বোর্ড সূত্র জানায়, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৪ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পায় ১২ হাজার ৮০১ জন। এদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চট্টগ্রামের কলেজগুলোতে ১ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী আবেদন করে। তিন ধাপের আবেদন শেষে ১ লাখ ২৪ হাজার ১৯৫ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। আর এখনো পর্যন্ত আবেদন করা ১১ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পছন্দের একটি কলেজেও ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ১৬৮ জন শিক্ষার্থীও রয়েছে। তা ছাড়া পাস করার পরেও কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি ৯ হাজার ২৪৫ শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে পরবর্তীতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ওই শিক্ষার্থীদের অপেক্ষায় থাকতে হবে।
জাহেদুল হক বলেন, ‘প্রযুক্তি সহায়তা দেওয়া বুয়েটের দল থেকে আমাদের জানানো হয়েছে, আবেদনের পরেও ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি।’
তবে তাঁদের দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেন এই বোর্ড কর্মকর্তা। তিনি বলেন, ‘এই শিক্ষার্থীর বিষয়ে মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত নেবে। আমাদের অনেক আসন খালি আছে। দুশ্চিন্তার কিছু নেই।’
জিপিএ-৫ পেয়েও কেন ভর্তির জন্য নির্বাচিত হয়নি, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ কিছু কারণ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত কলেজে ভর্তির জন্য মাদ্রাসা বোর্ডের অধীনে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও আবেদন করেছে। এ কারণে অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পছন্দের কলেজ পায়নি। পাশাপাশি যেসব শিক্ষার্থী কলেজ পায়নি, তাঁরা হয়তো পছন্দক্রম অনুযায়ী কলেজ সঠিকভাবে বাছাই করতে পারেনি।
তবে জিপিএ-৫ পেয়েও ভর্তির সুযোগ পায়নি এমন কোনো শিক্ষার্থীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রামে তিন ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি ১১ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে আছে জিপিএ-৫ পাওয়া ১৬৮ শিক্ষার্থীও। অথচ এসএসসির ফল প্রকাশের পর তাদের মুখে ছিল উপচে পড়া হাসি। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাঁদের ভর্তি আজ শনিবার থেকে শুরু হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসিতে উত্তীর্ণ মোট ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী এখনো চট্টগ্রামের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। তবে এই শিক্ষার্থীদের ভর্তির একটা সুযোগ আছে। তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্তের ওপর। তখন পর্যন্ত এসব শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।
বোর্ড সূত্র জানায়, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৪ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পায় ১২ হাজার ৮০১ জন। এদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চট্টগ্রামের কলেজগুলোতে ১ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী আবেদন করে। তিন ধাপের আবেদন শেষে ১ লাখ ২৪ হাজার ১৯৫ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। আর এখনো পর্যন্ত আবেদন করা ১১ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পছন্দের একটি কলেজেও ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ১৬৮ জন শিক্ষার্থীও রয়েছে। তা ছাড়া পাস করার পরেও কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি ৯ হাজার ২৪৫ শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে পরবর্তীতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ওই শিক্ষার্থীদের অপেক্ষায় থাকতে হবে।
জাহেদুল হক বলেন, ‘প্রযুক্তি সহায়তা দেওয়া বুয়েটের দল থেকে আমাদের জানানো হয়েছে, আবেদনের পরেও ১১ হাজার ১৪৩ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি।’
তবে তাঁদের দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেন এই বোর্ড কর্মকর্তা। তিনি বলেন, ‘এই শিক্ষার্থীর বিষয়ে মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত নেবে। আমাদের অনেক আসন খালি আছে। দুশ্চিন্তার কিছু নেই।’
জিপিএ-৫ পেয়েও কেন ভর্তির জন্য নির্বাচিত হয়নি, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ কিছু কারণ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত কলেজে ভর্তির জন্য মাদ্রাসা বোর্ডের অধীনে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও আবেদন করেছে। এ কারণে অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পছন্দের কলেজ পায়নি। পাশাপাশি যেসব শিক্ষার্থী কলেজ পায়নি, তাঁরা হয়তো পছন্দক্রম অনুযায়ী কলেজ সঠিকভাবে বাছাই করতে পারেনি।
তবে জিপিএ-৫ পেয়েও ভর্তির সুযোগ পায়নি এমন কোনো শিক্ষার্থীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫