Ajker Patrika

‘যাচাই-বাছাই করে চালক নিয়োগ দিতে হবে’

সোনারগাঁ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ২৩
‘যাচাই-বাছাই করে চালক নিয়োগ দিতে হবে’

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর বলেছেন, প্রত্যেক গাড়ির মালিকের উচিত যাচাই-বাছাই করে চালক নিয়োগ দেওয়া। গাড়ির কাগজপত্র ঠিক রাখা। আইন অমান্য করে কোনো চালক দুর্ঘটনা ঘটালে তার দায় মালিককেও বহন করতে হবে। মহাসড়কের পাশে অবৈধ ফুটপাত দখল করে জনচলাচল বিঘ্নিত ও যানজট সৃষ্টি করা যাবে না।

গত মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার অমৃত সুত্রধর বলেন, মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। তাই মহাসড়কে গাড়ি চালাতে হলে আইন মেনে চলতে হবে। মহাসড়কে থ্রি হুইলার চলাচলের উপযোগী নয়। তাই কোনো অবস্থাতেই মহাসড়কে থ্রি হুইলার চলাচল করতে দেওয়া হবে না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও টিআই ওমর ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার বেনু ভূষণ দাস, সকল সার্জেন্ট, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত