Ajker Patrika

১৮ বছর পর জলঢাকা আওয়ামী লীগের সম্মেলন ৩০ জুলাই

নীলফামারী ও জলঢাকা প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৩: ৩০
১৮ বছর পর জলঢাকা আওয়ামী লীগের সম্মেলন ৩০ জুলাই

১৮ বছর পর আগামী ৩০ জুলাই নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জলঢাকা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করছেন, নতুন নেতৃত্ব আওয়ামী লীগকে সুসংগঠিত করবে। দূর হবে দলীয় কোন্দল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জলঢাকার তৃণমূলের নেতা-কর্মীরা এ সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই সম্মেলন ঘিরে যদি দলের কোনো ব্যক্তি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে কয়েকজন নেতা কাউন্সিলরদের কাছে ধরনা দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন ছাদের প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল জানান, সম্মেলনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে প্রস্তুতি গ্রহণের কাজ শুরু হয়েছে। তিনি আশা করেন, সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জলঢাকা ডিগ্রি কলেজ অথবা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামী ৩০ তারিখের সম্মেলন সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছে সম্মেলন প্রস্তুত কমিটি।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আনছার আলী মিন্টু সভাপতি এবং সহীদ হোসেন রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনছার পদ হারান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত