Ajker Patrika

ভোলায় আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

বোরহানউদ্দিন ও দৌলতখান (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৫৪
ভোলায় আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার এই সহায়তা দেওয়া হয়।

রোরহানউদ্দিন প্রতিনিধি জানান, উপজেলার হাসান নগর ইউনিয়নে খাসমহল বাজারে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। এ সময় আলী আজম মুকুল বলেন, ‘অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আপনাদের জন্য আমার সহায়তা অব্যাহত থাকবে।’

পরে হাসান নগর ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, হাসান নগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী প্রমুখ।

দৌলতখান প্রতিনিধি জানান, দৌলতখানে পুড়ে যাওয়া দুই পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও ঢেউটিন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টায় চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পশু হাসপাতাল রোড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. জাকির আলম ও ফয়েজ আলমের বসত ঘরে আগুন লাগে। এতে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী মো. রুহুল আমিন বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ ঘরে আগুন দেখে আমরা চিৎকার শুরু করি। এলাকার লোকজন আমাদের চিৎসার শুনে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছুটে যাই। দমকলবাহিনী ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া দুই পরিবারের জন্য তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ কেজি চাল ও ২ বান ঢেউটিন দেওয়া হয়েছে।’

ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত