Ajker Patrika

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৩৪ প্রার্থী

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৩৪ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ৩৪ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত রোববার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২৬ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জে ১৩ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন উপজেলার বালিথুবা পশ্চিম ইউপিতে মো. বাহা উদ্দিন, বালিথুবা পূর্বে জিএম হাসান তাবাচ্ছুম, সুবিদপুর পূর্বে বর্তমান চেয়ারম্যান মো. শারাফত উল্যাহ, সুবিদপুর পশ্চিমে পারভেজ হোসাইন, গুপ্টি পূর্বে বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিমে রফিকুল ইসলাম, পাইকপাড়া উত্তরে মোহাম্মদ আলাউদ্দিন, গোবিন্দপুর উত্তরে বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিনে মো. আলা উদ্দিন আহমেদ, রূপসা উত্তরে বর্তমান চেয়ারম্যান মো. ওমর ফারুক, রূপসা দক্ষিনে মো. শরীফ হোসেন, চরদুঃখিয়া পূর্বে মাহমুদুল হাসান ও চরদুঃখিয়া পশ্চিম ইউপিতে মোরশেদ আলম মুরাদ।

হাইমচরে ২ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন নীলকমল ইউপিতে মো. সালাউদ্দিন আহাম্মেদ, আলগী দুর্গাপুর উত্তরে মো. আতিকুর রহমান।

কচুয়ায় ১১ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন সাচার ইউপিতে মিন্নত আলী তালুকদার, পাথৈরে মো. কামাল হোসেন মিয়াজী, বিতারা মো. রাজীব আহমেদ, পালাখাল মডেলে আবদুল আহাদ, সহদেবপুর পশ্চিমে আলমগীর হোসেন, কচুয়া উত্তরে আখতার হোসাইন, কচুয়া দক্ষিণে মো. আলী আজগর প্রধান, কাদলায় মো. রফিকুল ইসলাম লালু, কড়ইয়ায় মো. আ. ছালাম, গোহট উত্তরে মো. কবির হোসেন, গোহট দক্ষিণে মো. আমির হোসেন ও আশ্রাফপুর ইউপিতে মো. ওমর ফারুক।

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রতিনিধি জানান, আশুগঞ্জ উপজেলার ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন আশুগঞ্জ সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন, চরচারতলায় আইয়ুব খান, দুর্গাপুরে বর্তমান চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আড়াইসিধায় বর্তমান চেয়ারম্যান মো. সেলিম, লালপুরে মোরশেদ মিয়া, শরীফপুরে মোহাম্মদ মহিউদ্দিন, তালশহর পশ্চিমে মো. সোলাইমান মিয়া ও তারুয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত