Ajker Patrika

সান্তাহার ২০ শয্যা হাসপাতাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৩
সান্তাহার ২০ শয্যা হাসপাতাল

বগুড়ার আদমদীঘি উপজেলার ২০ শয্যার সান্তাহার হাসপাতাল দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সান্তাহার প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু। এ সময় বক্তব্য দেন সাংবাদিক খায়রুল ইসলাম, রবিউল ইসলাম, হারেজুজ্জামান হারেজ, সাগর খান, তোফায়েল হোসেন লিটন, সহকারী অধ্যাপক মাসুদ রানা, বিএনপি নেতা মাহাফুজুল হক টিকন. ব্যবসায়ী ময়েন উদ্দিন প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৬ সালে এই হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। পরে নানা জটিলতায় এটি চালু হয়নি। ১৫ বছর পর সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির নির্মাণকাজ সম্পন্ন করেছে। কিন্তু হাসপাতালের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও লোকবল নিয়োগ হয়নি। একই সঙ্গে হাসপাতালের জন্য আসবাবপত্র না থাকায় এটি চালু হচ্ছে না। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতাল দ্রুত চালুর জন্য সরকারের কাছে আহ্বান জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

এলাকার খবর
Loading...