থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলা পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের ওপর ভ্রমণকারীদের আস্থা তৈরি হচ্ছে। পর্যটকদের শৃঙ্খলা, রোডম্যাপ, রেজিস্ট্রেশন, নিরাপত্তা, লাইফ জ্যাকেট পড়া, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রচারের কারণে স্বল্প সময়ে পুলিশের বিশেষায়িত এই ইউনিটের প্রতি এ আস্থা তৈরি হচ্ছে।
জানা যায়, ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এর নির্দেশনায় থানচি থানা-পুলিশের সহযোগিতা
গত ৬ অক্টোবর থানচি সাব জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাকিবুজ্জামান নেতৃত্বে কর্মকাণ্ড শুরু করে ট্যুরিস্ট পুলিশ।
গত মঙ্গলবার আসা ঢাকায় ফার্ম গেটের বাসিন্দা পর্যটক সাইফুর রহমান (৪৫) বলেন, ‘আমি অনেকবার এসেছি, কিন্তু এবারে অন্যরকম সেবা পেয়েছি। পর্যটকদের রেজিস্ট্রেশন করার, পথ প্রদর্শকদের সুন্দর আচরণ, নৌকা মাঝিদের ব্যবহার, খাওয়া দাওয়া পরিবেশন, স্বাস্থ্যবিধি মানা, নিরাপত্তা ব্যবস্থাসহ ট্যুরিস্ট পুলিশের অনেক পরিবর্তন দেখা গেছে। ভ্রমণ করতে হলে সবাইকে প্রথমে থানচি বেঁচে নেওয়ার জন্য বলব।’
পথ প্রদর্শক জওয়াই প্রু মারমা বলেন, ‘পথ প্রদর্শক হিসেবে দীর্ঘদিনে অভিজ্ঞতা আছে। ট্যুরিস্ট পুলিশ আসার পর থেকে তাঁদের সচেতনতামূলক প্রচারে আমাদের অনেকটাই পরিবর্তন হয়েছে। সুশৃঙ্খলভাবে চলতে পেরে খুব ভালো লাগছে।’
গত মঙ্গলবার থানচি বিজিবি চেক পোস্টে পর্যটকদের মাঝে প্রচার করছিলেন থানচি জোনে ট্যুরিস্ট পুলিশের এসআই মো. আব্দুল জলিল। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এক সপ্তাহ ধরে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়ার সময় পথপ্রদর্শক ছাড়া গেলে বিভিন্ন বিপদ থাকবে। তাঁদের নিরাপত্তা কথা ভেবে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তুলে ধরছি।’
এসআই জলিল বলেন, পর্যটক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গাইড, জনপ্রতিনিধি, প্রশাসন ও সব শ্রেণির মানুষের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের কর্মকাণ্ড যেন পর্যটন বান্ধব হয়, সে বিষয়ে সাংস্কৃতিক ও তথ্যচিত্র তুলে ধরতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের বান্দরবান জেলা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘সারা দেশের পর্যটকদের ট্যুরিস্ট পুলিশের কর্মকাণ্ড ও সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। এতে বন্ধ সব পর্যটন কেন্দ্রে খুলে দেওয়া ও নিরাপত্তা জন্য কাজ করে যেতে বলা হয়েছে।
পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ‘দ্রুত পর্যটনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। জেলায় ২২টি মতো পর্যটন সম্ভাবনা স্থান রয়েছে, এগুলোকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার কাজ করে যাব।’
বান্দরবানের থানচি উপজেলা পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের ওপর ভ্রমণকারীদের আস্থা তৈরি হচ্ছে। পর্যটকদের শৃঙ্খলা, রোডম্যাপ, রেজিস্ট্রেশন, নিরাপত্তা, লাইফ জ্যাকেট পড়া, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রচারের কারণে স্বল্প সময়ে পুলিশের বিশেষায়িত এই ইউনিটের প্রতি এ আস্থা তৈরি হচ্ছে।
জানা যায়, ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এর নির্দেশনায় থানচি থানা-পুলিশের সহযোগিতা
গত ৬ অক্টোবর থানচি সাব জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাকিবুজ্জামান নেতৃত্বে কর্মকাণ্ড শুরু করে ট্যুরিস্ট পুলিশ।
গত মঙ্গলবার আসা ঢাকায় ফার্ম গেটের বাসিন্দা পর্যটক সাইফুর রহমান (৪৫) বলেন, ‘আমি অনেকবার এসেছি, কিন্তু এবারে অন্যরকম সেবা পেয়েছি। পর্যটকদের রেজিস্ট্রেশন করার, পথ প্রদর্শকদের সুন্দর আচরণ, নৌকা মাঝিদের ব্যবহার, খাওয়া দাওয়া পরিবেশন, স্বাস্থ্যবিধি মানা, নিরাপত্তা ব্যবস্থাসহ ট্যুরিস্ট পুলিশের অনেক পরিবর্তন দেখা গেছে। ভ্রমণ করতে হলে সবাইকে প্রথমে থানচি বেঁচে নেওয়ার জন্য বলব।’
পথ প্রদর্শক জওয়াই প্রু মারমা বলেন, ‘পথ প্রদর্শক হিসেবে দীর্ঘদিনে অভিজ্ঞতা আছে। ট্যুরিস্ট পুলিশ আসার পর থেকে তাঁদের সচেতনতামূলক প্রচারে আমাদের অনেকটাই পরিবর্তন হয়েছে। সুশৃঙ্খলভাবে চলতে পেরে খুব ভালো লাগছে।’
গত মঙ্গলবার থানচি বিজিবি চেক পোস্টে পর্যটকদের মাঝে প্রচার করছিলেন থানচি জোনে ট্যুরিস্ট পুলিশের এসআই মো. আব্দুল জলিল। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এক সপ্তাহ ধরে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়ার সময় পথপ্রদর্শক ছাড়া গেলে বিভিন্ন বিপদ থাকবে। তাঁদের নিরাপত্তা কথা ভেবে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তুলে ধরছি।’
এসআই জলিল বলেন, পর্যটক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গাইড, জনপ্রতিনিধি, প্রশাসন ও সব শ্রেণির মানুষের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের কর্মকাণ্ড যেন পর্যটন বান্ধব হয়, সে বিষয়ে সাংস্কৃতিক ও তথ্যচিত্র তুলে ধরতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের বান্দরবান জেলা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘সারা দেশের পর্যটকদের ট্যুরিস্ট পুলিশের কর্মকাণ্ড ও সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। এতে বন্ধ সব পর্যটন কেন্দ্রে খুলে দেওয়া ও নিরাপত্তা জন্য কাজ করে যেতে বলা হয়েছে।
পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ‘দ্রুত পর্যটনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। জেলায় ২২টি মতো পর্যটন সম্ভাবনা স্থান রয়েছে, এগুলোকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার কাজ করে যাব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪