নান্দাইল প্রতিনিধি
নান্দাইলে সরকারি দুটি রেইনট্রি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আত্মারামপুর গ্রামের তোফায়েল মিয়ার বিরুদ্ধে। গাছ ২টির মূল্য ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হলে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক সার্ভেয়ার ও ইউনিয়ন নায়েবকে নিয়ে রাস্তা মেপে সীমানা নির্ধারণ করা হয়। এতে রাস্তার পাশে থাকা ২৪টি গাছ সরকারি হিসাবে শনাক্ত করে গাছে নম্বর লাগানো হয়। সম্প্রতি বৃষ্টিতে সরকারি ১ ও ২ নম্বর রেইনট্রি গাছ উপড়ে পড়ে রাস্তার ওপর। সেই গাছ দুটি তোফায়েল মিয়া পাশের এলাকার মজিবুর রহমানের কাছে বিক্রি করে দেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তায় পাশে ১ ও ২ নম্বর গাছের গুঁড়ি পড়ে আছে। ৩ নম্বর গাছটিও ঝড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে।
এ বিষয়ে তোফায়েল মিয়া বলেন, ‘বৃষ্টিতে গাছ পড়ে গেছে, চেয়ারম্যানকে জানাইছি; তিনি গাছ কেটে বিক্রি করতে বলেছেন। আমি গুঁড়িগুলো বিক্রি করে দিছি।’
বীর বেতাগৈর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উসমান গণি বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমাকে কিছুই জানানো হয়নি।’
বীর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ‘আমি কাউকে নির্দেশ দিইনি সরকারি গাছ কাটার। তোফায়েল যা বলেছে তা ঠিক বলেনি। আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখব।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।
নান্দাইলে সরকারি দুটি রেইনট্রি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আত্মারামপুর গ্রামের তোফায়েল মিয়ার বিরুদ্ধে। গাছ ২টির মূল্য ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হলে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক সার্ভেয়ার ও ইউনিয়ন নায়েবকে নিয়ে রাস্তা মেপে সীমানা নির্ধারণ করা হয়। এতে রাস্তার পাশে থাকা ২৪টি গাছ সরকারি হিসাবে শনাক্ত করে গাছে নম্বর লাগানো হয়। সম্প্রতি বৃষ্টিতে সরকারি ১ ও ২ নম্বর রেইনট্রি গাছ উপড়ে পড়ে রাস্তার ওপর। সেই গাছ দুটি তোফায়েল মিয়া পাশের এলাকার মজিবুর রহমানের কাছে বিক্রি করে দেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তায় পাশে ১ ও ২ নম্বর গাছের গুঁড়ি পড়ে আছে। ৩ নম্বর গাছটিও ঝড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে।
এ বিষয়ে তোফায়েল মিয়া বলেন, ‘বৃষ্টিতে গাছ পড়ে গেছে, চেয়ারম্যানকে জানাইছি; তিনি গাছ কেটে বিক্রি করতে বলেছেন। আমি গুঁড়িগুলো বিক্রি করে দিছি।’
বীর বেতাগৈর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উসমান গণি বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমাকে কিছুই জানানো হয়নি।’
বীর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ‘আমি কাউকে নির্দেশ দিইনি সরকারি গাছ কাটার। তোফায়েল যা বলেছে তা ঠিক বলেনি। আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখব।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪