Ajker Patrika

শেষ দৃশ্যে খরচ ২৫ কোটি রুপি

শেষ দৃশ্যে খরচ ২৫ কোটি রুপি

আবার বলিউডে আসছে ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর সিনেমা। পরিচালকের আসনে রোহিত শেঠি আর ক্যামেরার সামনে অজয় দেবগন। ২০১১ সালে ‘সিংহাম’ এবং ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’-এর পর অজয়-রোহিত জুটি এবার নিয়ে আসছেন ‘সিংহাম অ্যাগেইন’। আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বর্তমানে চলছে শুটিং। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে বিশেষ চমক রাখতে চাইছেন নির্মাতা। তাই শুধু শেষ দৃশ্যের জন্যই বাজেট রাখা হয়েছে ২৫ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, সিংহাম অ্যাগেইনের ক্লাইমেক্স দৃশ্যটি সাজানো হয়েছে স্বতন্ত্রভাবে। অর্থাৎ কেউ চাইলে শুধু শেষ দৃশ্যটি আলাদা সিনেমা হিসেবেও দেখতে পারবেন। দৃশ্যটি বেশ দীর্ঘ হবে। থাকবে দুঃসাহসিক স্টান্ট। সপ্তাহব্যাপী চলবে শুটিং। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডের এ সিনেমার শেষ দৃশ্যে একত্র হবেন বলিউডের তিন পুলিশ—সিংহাম (অজয় দেবগন), সূর্যবংশী (অক্ষয় কুমার) ও সিম্বা (রণবীর কাপুর)।

ছবি: সংগৃহীত প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা হয়ে এ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শেষ দৃশ্যে দীপিকা তো থাকবেনই, এ ছাড়া দেখা যাবে কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে। গত শনিবার হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিনা কাপুর। সে ছবি সিংহাম অ্যাগেইন নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে যাঁরা অতিথি চরিত্র করছেন, তাঁদের প্রত্যেকেই এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সামান্য চোট পেলে কিংবা আহত হলে অন্য সিনেমার শুটিং বাধাগ্রস্ত হবে। তেমন কোনো দুর্ঘটনা যাতে এ শুটিংয়ে না হয়, সে বিষয়টি মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত