Ajker Patrika

বছরের শুরুতে নতুন বই পাচ্ছে না মাধ্যমিকের অনেক শিক্ষার্থী, পাঠদান ব্যাহতের আশঙ্কা

খান রফিক, বরিশাল
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
বছরের শুরুতে নতুন বই পাচ্ছে না মাধ্যমিকের অনেক শিক্ষার্থী, পাঠদান ব্যাহতের আশঙ্কা

বছরের শুরুতেই এবার নতুন বই পাচ্ছে না বরিশালের শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ে জেলায় মাত্র ৪৫ ভাগ বই পৌঁছেছে। ৮ম ও ৯ম শ্রেণির বই স্কুলগুলোতে এখনো পৌঁছায়নি। এর সঠিক কারণে জানাতে পারেননি সংশ্লিষ্ট জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তারা। যে কারণে এবার ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা ধারণা করছেন। এদিকে বছরের শুরুতে মাধ্যমিকের নতুন বই না আসায় পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. মহিউদ্দিন বলেন, মাধ্যমিকে বরিশালে বইয়ের চাহিদা ২৮ লাখ ৫২ হাজার ৩০৮ টি। এ পর্যন্ত পৌঁছানো বইয়ের সংখ্যা ১২ লাখ ৮৫ হাজার ৯৫১। ইতিমধ্যে প্রাপ্তি বইয়ের মধ্যে আছে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বই। তবে আইসিটি বই এখনো পৌঁছায়নি। ইংরেজি সংস্করন, কারিগরি শিক্ষার বইও আসেনি। আবার ৮ম ও ৯ম শ্রেণির বই এখন পর্যন্ত নামমাত্র পৌঁছেছে। এনসিটিবি যাদের বরাদ্দ দিয়েছে তারা হয়তো সঠিক সময়ে সরবরাহ করতে পারেননি, তাই ৫৫ ভাগ বই এখনো পৌঁছায়নি।

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসাইন গতকাল বুধবার এ প্রসঙ্গে বলেন, ‘নতুন বই আসছে। তবে এখন পর্যন্ত সব বই আসেনি।’

বরিশাল সদর উপজেলা অন্তর্ভুক্ত চন্দ্রমোহন আলহাজ আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গোলাম মোস্তফা জানান, তাঁর স্কুলের ২৩০ জন্য শিক্ষার্থীর মধ্যে ১০৪ জনের জন্য নতুন বই পেয়েছেন। তিনি ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন বই পেয়েছেন। এর মধ্যে আইসটি বই আসেনি। ৮ম ও ৯ম শ্রেণির বই এখনো আসেনি। কাল থেকে স্কুল খোলা থাকায় যে বই এসেছে সেগুলো বিতরণ করা হবে। তিনি বলেন, অফিস বই দেয়নি, কী করে ছাত্র-ছাত্রীদের দেবেন। তা ছাড়া নতুন বছরে পাঠদানের ধরনের নির্দেশনাও পাননি।

বাকেরগঞ্জের কাটাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, নতুন বইয়ের মধ্যে ৬ ষ্ঠ,৭ম শ্রেণির সব বই পেয়েছেন। ৮ম শ্রেণির কিছু বই পেলেও ৯ম শ্রেণির বই পাননি। তাঁর বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী আছে।

বরিশাল সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, তাঁদের আওতায় ৪৫ ভাগ বই পৌঁছেছে। এর মধ্যে ৮ম ও ৯ম শ্রেণির বই এখনো আসেনি। এবার বই উৎসব হবে না। স্কুল থেকে বিতরণ করা হবে। কেন হবে না তা তাঁদের জানা নেই।

মেহেন্দীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বলেন, ‘উপজেলায় নতুন বইয়ের চাহিদা ২ লাখ ৫০ হাজার ৪৫০। তবে পেয়েছেন ৬১ হাজার ৯০০ টি। ৪৫ ভাগ বই আসছে। তিনি বলেন, ছাপানো বিলম্ব হওয়ায় হয়তো বই এখনো পৌঁছায়নি।’

তবে বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক বছরের শুরুতে বই না পৌঁছায় পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন।

বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের হাতে বই পৌঁছাতে না পাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা। জানুয়ারিতে নতুন বই না পেলে কীভাবে শিক্ষকেরা পাঠদান করাবেন? শিক্ষার্থীরাই বা কীভাবে পাঠ গ্রহণ করবেন।’ এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি এ সেক্টরে শূন্যতার সৃষ্টি হবে বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘এখনো বই আসা অব্যাহত রয়েছে। তবে সব নতুন বই পৌঁছায়নি। কেন আসেনি এটি তাঁদের জানা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে তাঁরা যেন যে বই পেয়েছেন ১ জানুয়ারি স্কুলে স্কুলে তা ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত