Ajker Patrika

অটো উল্টে নদীতে চালক নিহত

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪: ০৮
অটো উল্টে নদীতে চালক নিহত

কালিহাতীতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে নদীতে পড়ে চালক নিহত হয়েছেন। গত বুধবার উপজেলার রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ডসংলগ্ন হাওড়া নদীর ওপর নির্মিত সরু সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শিহাব (২৩) উপজেলার পাঁচ টিকরী গ্রামের বাসিন্দা।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজু আহমেদ জানান, গত বুধবার একটি ভাড়া নিয়ে রতনগঞ্জ হাটে যাওয়ার সময় হাওড়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় উল্টো নদীতে পড়ে যায়। এ ঘটনায় মারাত্মক আহত হন শিহাব। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিহাব।

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

নিহতের বড় ভাই এখলাস জানান, বুধবার বাদ এশা সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত