Ajker Patrika

ফল উৎসবে আনন্দে আত্মহারা শিশুরা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১২: ১৬
ফল উৎসবে আনন্দে আত্মহারা শিশুরা

টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে আম, কাঁঠাল, লিচুসহ হরেক রকমের ফল। বাতাসে ম-ম করছে রসাল ফলের ঘ্রাণ। আনন্দে এ টেবিল ও টেবিল ঘুরে বিভিন্ন ফলের স্বাদ নিচ্ছে শিশুরা। তাদের দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এসবের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে এ আয়োজন।

কেশবপুরে গতকাল শুক্রবার চারুপীঠ আর্ট স্কুলে প্রতিষ্ঠানটি ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস যৌথভাবে এমন ফল উৎসবের আয়োজন করে। দিনব্যাপী এ উৎসবে দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।

উৎসবে পরিবেশন করা হয় ১২ রকমের ফল। এসবের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, তালশাঁস, তরমুজ, জামরুল, পেঁপে, সফেদা, পেয়ারা, কলা, শসা ও আতা। ফল উৎসবে আসা খুদে শিক্ষার্থীদের এসব দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে গুণাগুণ তুলে ধরেন অতিথিরা।

উল্লাসের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে আল আমিন মডেল একাডেমির হলরুমে প্রধান অতিথি হিসেবে ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক সিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস।

ফল উৎসবে আপ্যায়ন করেন চারুপীঠের সহসভাপতি সাহা বৈদ্যনাথ, তন্ময় মিত্র বাপী, সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে, নবনীতা হালদার, সৌরভ ধর জয়, সৈয়দা জান্নাতুল মাওয়া, পৌলমী অধিকারী প্রমুখ।

ফল উৎসবে আসা শিশু শিক্ষার্থীরা হরেক রকমের ফল দেখে ও নিজেদের ইচ্ছে মতো খেতে পেরে আনন্দে আত্মহারা হয়ে যায়।

তিন বছর বয়সী শিক্ষার্থী আয়ান জানায়, সে মায়ের সঙ্গে ফল উৎসবে এসে আজই তালশাঁস খেয়েছে।

শিক্ষার্থী নুসরাত জাহান সূচি বলে, ‘আজকে সবাই এক সঙ্গে অনেক আনন্দ করে সুস্বাদু ফল খেয়েছি।’

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন, ‘এখন জ্যৈষ্ঠ মাস। দেশি ফলের মৌসুম চলছে। তাই খুদে শিক্ষার্থীদের দেশি ফলের সঙ্গে পরিচয় করাতে এবং এসব ফলের গুণাগুণ তাদের সামনে তুলে ধরতে এমন উদ্যোগ নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত