Ajker Patrika

ইভিএমে ভোটে ধীরগতি

সারিয়াকান্দি ও বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ৫৩
ইভিএমে ভোটে ধীরগতি

বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। তবে ইভিএমে ভোট গ্রহণে ধীরগতিতে ভোটাররা ভোগান্তিতে পড়েছিলেন।

সকাল ১০টায় পৌরসভার সরকারি নাজির আখতার কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে সেখানে নারী ভোটারের দীর্ঘ লাইন। রোদ উপেক্ষা করে কেন্দ্রের বাইরে কয়েকশ নারী ভোটারকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়।

গড় ফতেহপুর মহল্লার শামসুন্নাহার নামে একজন নারী ভোটার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ‘পয়লা বার ইভিএম মিশিনত ভোট দিবার আচ্চি। সকাল থ্যাকে লাইনত দাঁড়ে আচি। রোদত গাও পুড়ে যাচ্চে। অ্যাকনা ভোট দিবার আসে এতো কষ্ট জানলে ভোট দিতেই আসতাম না।’

কামারপাড়ার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজ মহিলা ভোটকেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল। এখানে ভোট ধীরগতিতে নেওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, এই কেন্দ্রে আঙুলের ছাপ না মেলার কারণে একজন ভোট দিতে পারেননি।

তিনি বলেন, কেন্দ্রটিতে সর্বমোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৩৩ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ৩৫৩টি ভোট পড়ে। ভোটগ্রহণ চলেছে সুষ্ঠুভাবে। সবাই একসাথে ভোট দিতে আসায় দীর্ঘ লাইন দেখা গেছে।

সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১১৯ ও পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৪০৪ জন। ১১টি ভোটকেন্দ্রে ৭০টি বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।

ভোটকেন্দ্রে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পোলিং এজেন্ট আটক: বগুড়ার সোনাতলার পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থী জগ প্রতীকের পোলিং এজেন্ট ৩৫ বছর বয়সী সুজন মিয়াকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান বলেন, সুজন কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শৃঙ্খলা ভঙ্গ করেন। তিনি বারবার বুথে প্রবেশ করার চেষ্টা করেন। এমন অভিযোগে তাঁকে ওই কেন্দ্র থেকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত