আজকের পত্রিকা ডেস্ক
থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে বিনা প্রতিদ্বন্দ্বী পিটা লিমজারোয়েনরাত সরকার গঠনের জন্য পার্লামেন্টের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়েছেন। গত বৃহস্পতিবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে মাত্র ৫১ ভোট কম পাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক দৌড়ে হেরে যান তিনি। এতে প্রায় এক দশক ধরে সেনাসমর্থিত সরকারের অধীনে চলা দেশটির গণতন্ত্রের পথে এগিয়ে চলা বাধাগ্রস্ত হলো। খবর সিএনএনের।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সপ্তাহে আবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। মনোনয়ন পেলে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন পিটা। তিনি জানিয়েছেন, পরবর্তী ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন আদায়ে তাঁর দল মুভ ফরোয়ার্ড পার্টি নতুন কৌশল গ্রহণ করবে।
থাইল্যান্ডে ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে বিস্ময়কর সাফল্য পায় পিটার দল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি)। পিটার নেতৃত্বাধীন আটটি দলের জোটের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ৩১২টি আসন। কিন্তু সরকার গঠনের জন্য তাঁর প্রয়োজন ছিল ৩৭৫টি ভোট। গত বৃহস্পতিবারের ভোটাভুটিতে বিনা প্রতিদ্বন্দ্বী পিটার সরকার গঠনের জন্য ৭৪৯ আসনবিশিষ্ট দেশটির দুই কক্ষের পার্লামেন্টের অর্ধেকের বেশি সমর্থন প্রয়োজন ছিল। ভোটাভুটিতে সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়ে পিটা বলেন, ‘ফলাফল আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি হাল ছাড়ছি না।’
রয়টার্সের প্রতিবেদন বলছে, ভোটাভুটি শেষে দেখা যায়, পিটা ৩২৪টি ভোট পেয়েছেন। সেদিন ১৯৯ জন ভোটদানে বিরত ছিলেন। ১৮২ জন তাঁর বিরুদ্ধে ভোট দেন এবং ৪৪ জন নিরপেক্ষ ছিলেন। আর ২০১৪ সালের সেনা অভ্যুত্থানের পর নিয়োগ দেওয়া রক্ষণশীল উচ্চকক্ষের ২৪৯ সদস্যের কাছ থেকে পিটা পেয়েছেন মাত্র ১৩টি ভোট।
এই ভোটের আগ দিয়ে বুধবার পিটা লিমজারোয়েনরাতকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল বুধবার সাংবিধানিক আদালতের কাছে এ সুপারিশ করে কমিশন। প্রধানমন্ত্রী পদে ভোট হওয়ার এক দিন আগে এ ঘোষণা পিটার জন্য একটি বড় ধাক্কা ছিল।
কমিশন এক বিবৃতিতে বলেছে, তারা পিটার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে।
মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা একটি মিডিয়া কোম্পানির মালিকানায় রয়েছেন, যা নির্বাচনী নিয়মের লঙ্ঘন। ফলে ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নিতে তিনি অযোগ্য ছিলেন বলে উল্লেখ করা হয়।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য ও সিনেটরের পিটার বিরুদ্ধে ভোটদান বা ভোট দেওয়া থেকে বিরত থাকাকে জনগণের ইচ্ছার বিরুদ্ধাচরণ বলে বিবৃতি দিয়েছে দেশটির থাম্মাসাত ইউনিভার্সিটি স্টুডেন্ট কাউন্সিল। ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবারের ভোটের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়ে তারা বলেছে, সংসদ সদস্য ও সিনেটর যাঁরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিয়েছেন বা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন, তাঁরা নিন্দার পাত্র।
থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে বিনা প্রতিদ্বন্দ্বী পিটা লিমজারোয়েনরাত সরকার গঠনের জন্য পার্লামেন্টের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়েছেন। গত বৃহস্পতিবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে মাত্র ৫১ ভোট কম পাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক দৌড়ে হেরে যান তিনি। এতে প্রায় এক দশক ধরে সেনাসমর্থিত সরকারের অধীনে চলা দেশটির গণতন্ত্রের পথে এগিয়ে চলা বাধাগ্রস্ত হলো। খবর সিএনএনের।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সপ্তাহে আবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। মনোনয়ন পেলে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন পিটা। তিনি জানিয়েছেন, পরবর্তী ভোটাভুটিতে প্রয়োজনীয় সমর্থন আদায়ে তাঁর দল মুভ ফরোয়ার্ড পার্টি নতুন কৌশল গ্রহণ করবে।
থাইল্যান্ডে ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে বিস্ময়কর সাফল্য পায় পিটার দল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি)। পিটার নেতৃত্বাধীন আটটি দলের জোটের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ৩১২টি আসন। কিন্তু সরকার গঠনের জন্য তাঁর প্রয়োজন ছিল ৩৭৫টি ভোট। গত বৃহস্পতিবারের ভোটাভুটিতে বিনা প্রতিদ্বন্দ্বী পিটার সরকার গঠনের জন্য ৭৪৯ আসনবিশিষ্ট দেশটির দুই কক্ষের পার্লামেন্টের অর্ধেকের বেশি সমর্থন প্রয়োজন ছিল। ভোটাভুটিতে সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়ে পিটা বলেন, ‘ফলাফল আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি হাল ছাড়ছি না।’
রয়টার্সের প্রতিবেদন বলছে, ভোটাভুটি শেষে দেখা যায়, পিটা ৩২৪টি ভোট পেয়েছেন। সেদিন ১৯৯ জন ভোটদানে বিরত ছিলেন। ১৮২ জন তাঁর বিরুদ্ধে ভোট দেন এবং ৪৪ জন নিরপেক্ষ ছিলেন। আর ২০১৪ সালের সেনা অভ্যুত্থানের পর নিয়োগ দেওয়া রক্ষণশীল উচ্চকক্ষের ২৪৯ সদস্যের কাছ থেকে পিটা পেয়েছেন মাত্র ১৩টি ভোট।
এই ভোটের আগ দিয়ে বুধবার পিটা লিমজারোয়েনরাতকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল বুধবার সাংবিধানিক আদালতের কাছে এ সুপারিশ করে কমিশন। প্রধানমন্ত্রী পদে ভোট হওয়ার এক দিন আগে এ ঘোষণা পিটার জন্য একটি বড় ধাক্কা ছিল।
কমিশন এক বিবৃতিতে বলেছে, তারা পিটার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে।
মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা একটি মিডিয়া কোম্পানির মালিকানায় রয়েছেন, যা নির্বাচনী নিয়মের লঙ্ঘন। ফলে ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য পদে অংশ নিতে তিনি অযোগ্য ছিলেন বলে উল্লেখ করা হয়।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য ও সিনেটরের পিটার বিরুদ্ধে ভোটদান বা ভোট দেওয়া থেকে বিরত থাকাকে জনগণের ইচ্ছার বিরুদ্ধাচরণ বলে বিবৃতি দিয়েছে দেশটির থাম্মাসাত ইউনিভার্সিটি স্টুডেন্ট কাউন্সিল। ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবারের ভোটের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়ে তারা বলেছে, সংসদ সদস্য ও সিনেটর যাঁরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিয়েছেন বা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন, তাঁরা নিন্দার পাত্র।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪