Ajker Patrika

নবজাতক চুরি করার সময় নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
নবজাতক চুরি করার সময় নারী আটক

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি করে পালানোর সময় খাদিজা খাতুন নামের এক নারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে আটক ওই নারী আসলেই চোর কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

নবজাতকের বাবা রাসেল হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। এমন সময় ওই নারী বলেন, তিনি আমাদের সঙ্গে যাবেন। আত্মীয় মনে করে মেয়েকে তাঁর কোলে দিয়েছিলাম। তখনই এ ঘটনা ঘটে।’

সদর হাসপাতালের লিফট অপারেটর ইমামুল হোসেন বলেন, ‘বাচ্চাটিকে নিয়ে কয়েকজন মহিলা লিফটের সামনে টানাহেঁচড়া করছিল। তখন আমরা গিয়ে বাচ্চাকে তার মায়ের কোলে দিই এবং অভিযুক্ত নারীকে পুলিশে দিই।’

তবে ঝিনাইদহ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, অভিযুক্ত নারী খাদিজাকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশু চুরির যে অভিযোগ রয়েছে। জ্ঞাসাবাদ শেষে ঘটনার সত্যতা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত