Ajker Patrika

পোস্টার ব্যানার সরাতে হবে ৭২ ঘণ্টার মধ্যে

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৩৭
পোস্টার ব্যানার সরাতে হবে ৭২ ঘণ্টার মধ্যে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে সম্ভাব্য প্রার্থীদের লাগানো পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ না করলে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

গতকাল সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মতিউর রহমান এই মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার।

মতিউর রহমান বলেন, ‘শহরের অনেক স্থানেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আকর্ষণের জন্য ব্যানার ফেস্টুন পোস্টার লাগিয়েছেন। আমরা তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর ভেতর তাদের ফেস্টুন পোস্টার অপসারণ করতে হবে। এ ছাড়া আগামীকাল থেকে পোস্টার ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অনেকে এরই মধ্যে নিজ দায়িত্বে পোস্টার সরিয়ে ফেলছেন। যাঁরা আচরণবিধি মানবেন না তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সরেজমিনে দেখা যায়, নাসিক নির্বাচনকে সামনের রেখে সম্ভাব্য প্রার্থীরা শহরে ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। অলিগলি ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার ব্যানারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত