Ajker Patrika

কেএনএফকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ব্যাংক ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান থেকে
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০: ১৬
কেএনএফকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ব্যাংক ম্যানেজার

বান্দরবানের রুমায় কেএনএফ সদস্যদের হাতে অপহৃত সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পারিবারিক সূত্র গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছে। পারিবারিক একটি সূত্র বলেছে, ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে নেজাম উদ্দিনকে ছাড়ানো হয়েছে।

রুমায় গত মঙ্গলবার রাতে বিদ্যুতের সাবস্টেশন বন্ধ করে সোনালী ব্যাংকে হামলা চালায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা। এ সময় আনসার ক্যাম্পে অস্ত্র লুট ও ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে তারা। এরপর গত বুধবার দিনেদুপুরে হামলা হয় থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায়। গুলি করতে করতে দুই শাখায় ঢুকে দুর্বৃত্তরা ক্যাশ থেকে এবং গ্রাহকদের কাছ থেকে প্রায় ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সোনালী ব্যাংকের রুমা শাখা ব্যবস্থাপক নেজাম উদ্দিনের ছোট ভাই চট্টগ্রামের কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাবের মধ্যস্থতায় সন্ধ্যার পর ভাইকে উদ্ধার করা হয়েছে। এর আগে আমরা রুমা হয়ে একেবারে ভেতরে চলে যাই। একটি ঘর থেকে কেএনএফের সদস্যরা ভাইকে বুঝিয়ে দেয়। কথা বলার সুযোগ দেয়নি।

সঙ্গে সঙ্গে ভাইকে গাড়িতে তুলে বান্দরবান সদরের উদ্দেশে রওনা হই।’

এর আগে গতকাল বিকেলে র‍্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, নেজাম উদ্দিনকে মুক্ত করতে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল কেএনএফ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত