Ajker Patrika

চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই

বন্দর (প্রতিনিধি) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৬
চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপদি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টা পর ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।

আহত ইজিবাইক চালক আনিসকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা হলেন, তানজীল, শাহ আলম ও শাকিব। এদের মধ্যে তানজীলকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, রাতে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীদের নিয়ে সাবদী থেকে ফিরছিলেন আনিস। মাঝ রাস্তায় প্রস্রাবের কথা বলে ইজিবাইক থামায় তিন ব্যক্তি। এ সময় তারা আনিসের চোখে নেশা জাতীয় দ্রব্য গুল ছিটিয়ে তাকে নামানোর চেষ্টা করে। টানা হিঁচড়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে আহত করে। পরে শাহ আলম ও শাকিব ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এ সময় আনিসের আর্ত চিৎকারের আশপাশের লোকজন এসে তানজীলকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মহসিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত