Ajker Patrika

অভ্যুত্থানের পর সুদান সরকার বিলুপ্ত ঘোষণা

রয়টার্স, খার্তুম
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯: ৫৪
অভ্যুত্থানের পর সুদান সরকার বিলুপ্ত ঘোষণা

সুদানে অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার একাধিক সদস্যকে গ্রেপ্তারের পর দেশটির ক্ষমতাসীন কাউন্সিলের প্রধান ও সেনা কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল এবং সরকার ভেঙে দিয়েছেন তিনি। ক্ষমতাসীন সরকারের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি রয়েছে সার্বভৌম কাউন্সিলের।

গতকাল সোমবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। তবে এর বিরোধিতায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছে দেশটির গণতন্ত্রকামী জনগণ। এ সময় বিক্ষোভস্থলে গোলাগুলির শব্দ শোনা গেছে।

এদিকে অভ্যুত্থানের পর দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে প্রথমে গৃহবন্দী এবং পরে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি সুদানের তথ্য মন্ত্রণালয়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত