Ajker Patrika

কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর ভাতিজাকে কুপিয়ে জখম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ১৮
কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর ভাতিজাকে কুপিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান হাফিজের ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাতে পান্টি বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুনুর রশিদ মঞ্জু (৫৩) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লার নেতৃত্বে তাঁর ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পান্টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর ও আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লার নেতৃত্বে কয়েকজন সোমবার সন্ধ্যা ৭টার দিকে আমার ভাতিজা মঞ্জুর ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়। এ সময় ভাতিজা মাথার বাম পাশে কোপ লাগে এবং বাম পায়ে লাঠি দিয়ে পেটানো হয়। এতে সে গুরুতর আহত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঞ্জুর মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, ‘স্বপন, সাইফুল, লাহোরী এঁরা আমার সমর্থক। তবে তাঁরা কারও ওপর হামলা করেননি। স্বতন্ত্র প্রার্থী বিএনপির সমর্থক, তাই মনগড়া অভিযোগ করছেন।’

নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা বলেন, ‘আমরা কারও ওপর আক্রমণ করিনি।’

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সোমবার রাতে পান্টি বাজারে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন আহতের খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত