Ajker Patrika

মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৪
মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক সেবনের অপরাধে চারজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেলে সান্তাহার পৌর শহরে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় পৌর শহরের লকু পশ্চিম কলোনির মৃত ইয়াছিন আলীর ছেলে ছোটন (২৮), আতোয়ার হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৭), মৃত বাছের আলীর ছেলে সাগর হোসেন (৩০) ও নওগাঁর ধামইরহাট এলাকার আফজাল হোসেনের ছেলে মোর্শেদুল ইসলামকে (২৯) মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে বিকেলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজনের প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড করেন।

এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের রোববার বিকেলে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত