Ajker Patrika

ইউটিউব দেখে মাছ চাষে সফলতা মেহেদীর

সনি আজাদ, চারঘাট 
আপডেট : ১১ জুন ২০২২, ১৩: ৫৫
Thumbnail image

অল্প জায়গায় বেশি উৎপাদনের লক্ষ্যে রাজশাহীর চারঘাটে বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষে সফলতা পেয়েছেন মেহেদী হাসান নামের এক যুবক। ইউটিউব দেখে তিনি এ পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হন। এ প্রক্রিয়ায় স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব বলে জানান এ উদ্যোক্তা। তাঁর সফলতায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে বটম রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ নিতে আসছেন নতুন উদ্যোক্তারা।

উদ্যোক্তা মেহেদী হাসান উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী কলেজ থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে মাস্টার্স করেন। উপজেলায় তিনিই প্রথম সম্পূর্ণ নিজ অর্থায়নে আধুনিক প্রযুক্তিনির্ভর বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন।

জানা গেছে, ফিশারিজ বিষয়ে মাস্টার্স শেষ করার পরে মেহেদী হাসান নিজ এলাকায় পুকুর ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। তিনি ইউটিউব দেখে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ হন। এরপর ২০২১ সালের শুরুতে বাড়ির পাশের ৫০ শতক জমিতে ৪ হাজার বর্গফুট জায়গায় গড়ে তোলেন অরগানিক ফিশ ফার্ম নামের মাছের খামার। মাছ ও মাছের খাবার, সর্বক্ষেত্রে জৈব পদ্ধতি অনুসরণ করেন তিনি। পানিতে অ্যামোনিয়া কমানোর জন্য রেসওয়ে পদ্ধতি অনুসরণ করেন।

সরেজমিন দেখা যায়, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই ফিশ ফার্ম গড়ে তুলেছেন। ফার্মে দুটি ট্যাংক রয়েছে, যার আয়তন ৪ হাজার বর্গফুট। মাত্র ১২০ দিনে এই ফার্মে ৮ হাজার কেজি মাছ উৎপাদন হয়। মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছেন নিজের উৎপাদিত গমের আটা, গমের ভুসি এবং কোয়ালিটি ব্র্যান্ডের অরগানিক ফিড। তাঁর খামারে বর্তমানে কৈ, শিং ও গুলশা মাছ চাষ করা হচ্ছে।

খামারের মালিক মেহেদী হাসান বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল গ্রামে কিছু করা। উদ্দেশ্য ছিল নিজের কর্মসংস্থানের পাশাপাশি গ্রামের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই ইচ্ছা থেকেই অরগানিক ফিশ ফার্ম নামে খামার শুরু করি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় ২টি ট্যাংকে প্রায় ৪ হাজার বর্গফুট জায়গায় শিং, কৈ ও গুলশা জাতের তিন প্রজাতির মাছ চাষ করেছি। গত দেড় বছরে এই মাছ চাষে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। তবে এ পর্যন্ত প্রায় ১১ লাখ টাকার মাছ বিক্রি করেছি। আরও কিছু মাছ খামারে আছে। মাছের পোনা নওগাঁ ও বগুড়া থেকে সংগ্রহ করি। এ জন্য মাছের উৎপাদন খরচ বেড়েছে। তবে বর্তমানে নিজেই পোনা উৎপাদনের কার্যক্রম শুরু করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা জানান, বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষ দেশে একেবারে নতুন। এখনো এটা রিসার্চ পর্যায়ে রয়েছে। তবে ব্যক্তি উদ্যোগে অনেকে এই পদ্ধতিতে মাছ চাষ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত