Ajker Patrika

লক্ষ্মী কাকিমা যখন সুপারস্টার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১০: ২৯
লক্ষ্মী কাকিমা যখন সুপারস্টার

প্রায় সাড়ে চার বছর পর অভিনেত্রী অপরাজিতা আঢ্য আবারও ফিরছেন ছোট পর্দায়। সিরিয়ালের নাম ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। গল্পে অপরাজিতার নাম লক্ষ্মী, তিনিই কাকিমা আবার তিনিই সুপারস্টার। কেন সুপারস্টার, সেটার যথেষ্ট কারণ আছে। তার আগে জেনে আসা যাক লক্ষ্মীর সংসারের হালচাল।

মধ্যবিত্ত পরিবার। স্বামী অনেকটাই উদাসীন। খুব ভোরে ঘুম থেকে জেগে ব্যস্ত হাতে লক্ষ্মী রান্না করে, কাপড় ধোয়, ঘর গোছায়, ছেলেকে ঘুম থেকে তোলে। স্বামী-সন্তানসহ লক্ষ্মী থাকে দোতলায়। এক সংসারের সব কাজ সেরে লক্ষ্মী ঢুকে পড়ে আরেক সংসারে। নিচতলায় তার মুদি দোকান ‘লক্ষ্মী ভান্ডার’। সারা দিন হাসিমুখে ক্রেতাদের বায়না মেটায় লক্ষ্মী।

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের একঝলক প্রকাশ করেছে জি-বাংলা। তাতে এমন চরিত্রেই দেখা গেছে অপরাজিতা আঢ্যকে। দেবশঙ্কর হালদার আছেন তাঁর স্বামীর চরিত্রে। অপরাজিতা বলেন, ‘লক্ষ্মীর কাঁধে সব দায়িত্ব। শুধু যে সংসারের দায়িত্ব তা কিন্তু নয়। তার কাছে যারা জিনিস কিনতে আসে, তারাও নিজেদের সংসারের হাজারটা অসুবিধার কথা তাকে বলে, মতামত নেয়। অথচ তার নিজের সংসারটাই কেমন যেন অগোছালো। কী যেন নেই।’

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ বলবে মধ্যবয়সী নারীর গল্প, মধ্যবিত্তের গল্প। কয়েক বছর ধরে টিআরপি তালিকায় স্টার জলসার চেয়ে খানিকটা পিছিয়ে আছে জি-বাংলা। বউ-শাশুড়ির কূটকচাল থেকে বেরিয়ে চ্যানেলটি তাই ভরসা রাখছে বাস্তবিক গল্পে। সংশ্লিষ্টরা আশা করছেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর হাত ধরে টিআরপি লক্ষ্মীও ফিরবে চ্যানেলে।

ইতিমধ্যে সিরিয়ালটির প্রোমো প্রকাশ হয়েছে। শিগগিরই শুরু হবে মূল শুটিং। জানা গেছে, দু-এক মাসের মধ্যেই জি-বাংলার পর্দায় লক্ষ্মী বেশে আসবেন অপরাজিতা আঢ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত