দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চায় দলটির দুই পক্ষ। এদের মধ্যে কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদিন বাহার ও তাঁর অনুসারীরা ইতিমধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রস্তাব পাঠাতে প্রার্থী চূড়ান্ত করেছেন। অপর পক্ষে প্রয়াত নেতা অধ্যক্ষ আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান নৌকার মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। এ ছাড়া পৃথকভাবে আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা মেয়র পদে নৌকার মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নপত্র জমাদানের দিন যতই এগোচ্ছে নগরে এ নিয়ে আলোচনা বাড়ছে।
বাহার চান রিফাতকে: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ তাদের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মেয়র পদে নৌকার মাঝি হিসেবে চায়। এ জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তাঁর নাম প্রস্তাবের বিষয়টি চূড়ান্ত করেছে তারা। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদিন বাহারের অনুসারী।
জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সর্বশেষ বর্ধিত সভায় কেন্দ্রে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে কার নাম পাঠানো হবে, সে সম্পর্কে আলোচনা হয়েছে। এতে একমাত্র আরফানুল হক রিফাতের নাম প্রস্তাব করা হয়। পরে সর্বসম্মতিক্রমে তাই চূড়ান্ত করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার সভায় সভাপতিত্ব করেন।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আরফানুল হক রিফাত বলেন, ‘আমি কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিল করেছি। আমার প্রতি প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের সমর্থন আছে। দলীয় মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন, আমি নির্বাচন করতে প্রস্তুত।’
আফজল খান পরিবার মাঠে: নগরীতে আওয়ামী লীগের আরেকটি পক্ষ অধ্যক্ষ আফজল খান পরিবার। এই পরিবার থেকে গত সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা নির্বাচন করেছিলেন। বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন তিনি। বর্তমানে এই পরিবার থেকে সিটি নির্বাচনে মাঠে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান। তিনি এর আগে সদর আসন থেকে সাংসদ পদে নির্বাচন করেছিলেন। এদিকে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়ে সংরক্ষিত আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমার নামও কেউ কেউ আলোচনায় তুলে আনছেন।
জানতে চাইলে মাসুদ পারভেজ খান ইমরান বলেন, ‘সুখে-দুঃখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সব সময় ছিলাম, আছি। আমি দীর্ঘ সময় কুমিল্লা সিটিতে কাজ করছি। গতবার এ সিটি নির্বাচনে আমার নির্বাচন করার কথা ছিল। পরে আমার বোন আঞ্জুম সুলতানা সীমাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। তখন ষড়যন্ত্র করে আমার বোনকে পরাজিত করা হয়।’
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে মাসুদ পারভেজ খান ইমরান আরও বলেন, ‘২০১২ ও ২০১৭ সালের নির্বাচনের অভিজ্ঞতার বিস্তারিত পর্যালোচনা করে এবার নিজেকে তৈরি করেছি। আমি আশা করি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দেবেন। প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে, ইনশাআল্লাহ নৌকা নিয়ে আমি বিজয়ী হব।’
মাঠে আরও নেতা: নগরে আওয়ামী লীগের সক্রিয় প্রভাবশালী দুই পক্ষের বাইরেও অনেকেই দলীয় মনোনয়নপ্রত্যাশী। তাঁরা নিজেদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রচার করছেন। শীর্ষ নেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য আনিসুর রহমান মিঠুর নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া তাঁরা সবাই দলের কাছে মনোনয়ন চাইবেন বলে নিশ্চিত করেছেন। প্রত্যেকেই বলেছেন, তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুত। নৌকার মনোনয়ন পাওয়ার জন্য অপেক্ষা করছেন। মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে পুরোদমে মাঠে নামার সক্ষমতা রয়েছে তাঁদের।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চায় দলটির দুই পক্ষ। এদের মধ্যে কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদিন বাহার ও তাঁর অনুসারীরা ইতিমধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রস্তাব পাঠাতে প্রার্থী চূড়ান্ত করেছেন। অপর পক্ষে প্রয়াত নেতা অধ্যক্ষ আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান নৌকার মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। এ ছাড়া পৃথকভাবে আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা মেয়র পদে নৌকার মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নপত্র জমাদানের দিন যতই এগোচ্ছে নগরে এ নিয়ে আলোচনা বাড়ছে।
বাহার চান রিফাতকে: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ তাদের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মেয়র পদে নৌকার মাঝি হিসেবে চায়। এ জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তাঁর নাম প্রস্তাবের বিষয়টি চূড়ান্ত করেছে তারা। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদিন বাহারের অনুসারী।
জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সর্বশেষ বর্ধিত সভায় কেন্দ্রে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে কার নাম পাঠানো হবে, সে সম্পর্কে আলোচনা হয়েছে। এতে একমাত্র আরফানুল হক রিফাতের নাম প্রস্তাব করা হয়। পরে সর্বসম্মতিক্রমে তাই চূড়ান্ত করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার সভায় সভাপতিত্ব করেন।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আরফানুল হক রিফাত বলেন, ‘আমি কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিল করেছি। আমার প্রতি প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের সমর্থন আছে। দলীয় মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন, আমি নির্বাচন করতে প্রস্তুত।’
আফজল খান পরিবার মাঠে: নগরীতে আওয়ামী লীগের আরেকটি পক্ষ অধ্যক্ষ আফজল খান পরিবার। এই পরিবার থেকে গত সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা নির্বাচন করেছিলেন। বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন তিনি। বর্তমানে এই পরিবার থেকে সিটি নির্বাচনে মাঠে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান। তিনি এর আগে সদর আসন থেকে সাংসদ পদে নির্বাচন করেছিলেন। এদিকে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়ে সংরক্ষিত আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমার নামও কেউ কেউ আলোচনায় তুলে আনছেন।
জানতে চাইলে মাসুদ পারভেজ খান ইমরান বলেন, ‘সুখে-দুঃখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সব সময় ছিলাম, আছি। আমি দীর্ঘ সময় কুমিল্লা সিটিতে কাজ করছি। গতবার এ সিটি নির্বাচনে আমার নির্বাচন করার কথা ছিল। পরে আমার বোন আঞ্জুম সুলতানা সীমাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। তখন ষড়যন্ত্র করে আমার বোনকে পরাজিত করা হয়।’
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে মাসুদ পারভেজ খান ইমরান আরও বলেন, ‘২০১২ ও ২০১৭ সালের নির্বাচনের অভিজ্ঞতার বিস্তারিত পর্যালোচনা করে এবার নিজেকে তৈরি করেছি। আমি আশা করি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দেবেন। প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে, ইনশাআল্লাহ নৌকা নিয়ে আমি বিজয়ী হব।’
মাঠে আরও নেতা: নগরে আওয়ামী লীগের সক্রিয় প্রভাবশালী দুই পক্ষের বাইরেও অনেকেই দলীয় মনোনয়নপ্রত্যাশী। তাঁরা নিজেদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রচার করছেন। শীর্ষ নেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য আনিসুর রহমান মিঠুর নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া তাঁরা সবাই দলের কাছে মনোনয়ন চাইবেন বলে নিশ্চিত করেছেন। প্রত্যেকেই বলেছেন, তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুত। নৌকার মনোনয়ন পাওয়ার জন্য অপেক্ষা করছেন। মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে পুরোদমে মাঠে নামার সক্ষমতা রয়েছে তাঁদের।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪