নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিন গড়িয়ে সন্ধ্যা হতেই ঢাকার বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের বায়ুমান সূচকে এমন চিত্রই উঠে এসেছে।
গতকাল বিকেল ৪টায় ঢাকায় বায়ুমান সূচক ছিল ২১৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। রাত সাড়ে ৮টা নাগাদ সূচক দাঁড়ায় ৩৪৯-এ, যা ‘বিপজ্জনক’ হিসেবে দেখানো হয়েছে।
স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বিভিন্ন জনপদের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থার পর্যবেক্ষণে এ রকমই দেখা যায়। সূচক অনুযায়ী, সকাল থেকে দিন যতই গড়িয়ে যেতে থাকে, ততই ঢাকার বাতাসে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে।
একই সূচকে সোমবার বিকেলে ঢাকার বায়ুমান ছিল ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’। একই দিন সন্ধ্যা ৭টায় বায়ুমান ছিল ২৫২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান) সৈয়দ নজমুল আহসানের কাছে গতকাল সন্ধ্যায় টেলিফোনে জানতে চাওয়া হলে ঢাকার বাতাসের মান সম্পর্কে যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষণ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
সূচকে কোন এলাকার স্কোর ৫০ থেকে ১০০ হলে বায়ুমান ‘মধ্যম’ এবং ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়ে থাকে, যা ওই এলাকার মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
একই সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে মঙ্গলবার বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। এর চেয়েও খারাপ অবস্থায় থেকে প্রথম স্থানে ছিল পাশের দেশ ভারত।
দিন গড়িয়ে সন্ধ্যা হতেই ঢাকার বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের বায়ুমান সূচকে এমন চিত্রই উঠে এসেছে।
গতকাল বিকেল ৪টায় ঢাকায় বায়ুমান সূচক ছিল ২১৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। রাত সাড়ে ৮টা নাগাদ সূচক দাঁড়ায় ৩৪৯-এ, যা ‘বিপজ্জনক’ হিসেবে দেখানো হয়েছে।
স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বিভিন্ন জনপদের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থার পর্যবেক্ষণে এ রকমই দেখা যায়। সূচক অনুযায়ী, সকাল থেকে দিন যতই গড়িয়ে যেতে থাকে, ততই ঢাকার বাতাসে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে।
একই সূচকে সোমবার বিকেলে ঢাকার বায়ুমান ছিল ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’। একই দিন সন্ধ্যা ৭টায় বায়ুমান ছিল ২৫২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান) সৈয়দ নজমুল আহসানের কাছে গতকাল সন্ধ্যায় টেলিফোনে জানতে চাওয়া হলে ঢাকার বাতাসের মান সম্পর্কে যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষণ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
সূচকে কোন এলাকার স্কোর ৫০ থেকে ১০০ হলে বায়ুমান ‘মধ্যম’ এবং ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়ে থাকে, যা ওই এলাকার মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
একই সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে মঙ্গলবার বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। এর চেয়েও খারাপ অবস্থায় থেকে প্রথম স্থানে ছিল পাশের দেশ ভারত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪