Ajker Patrika

খালেদাকে মুক্ত করার প্রত্যয় বিএনপির

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ১১
খালেদাকে মুক্ত করার প্রত্যয় বিএনপির

রাজপথে আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।

গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় রংপুর বিভাগীয় বিএনপির সমাবেশে এ প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। তাকে সঠিকভাবে চিকিৎসাও করাতে দিচ্ছে না এই সরকার। তাই রাজপথই হচ্ছে একমাত্র সমাধানের পথ। এই রাজপথে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

নেতারা আরও বলেন, ‘বিএনপি নেত্রী নানা ধরনের রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।’

বক্তারা আরও বলেন, ‘দল ও তাঁর (খালেদা জিয়া) পরিবারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে বারবার জানানো হলেও তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। এ কারণে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।’

রংপুর মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র ও বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সম্পাদক রইচ আহমেদ প্রমুখ।

এ সময় রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ বিভাগের অন্যান্য জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত