Ajker Patrika

প্রগতি লেখক সংঘের নতুন কমিটি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
প্রগতি লেখক সংঘের নতুন কমিটি

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ঝালকাঠি শহরের কাঠপট্টি অনির্বাণ সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যালয়ে গত শুক্রবার সন্ধ্যায় এক সভা হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ। সভায় সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, প্রশান্ত দাস হরিকে সাধারণ সম্পাদক, এস এম হুমায়ুন কবীর, সুভাষ চন্দ্র দাস ও মু. আল আমিন বাকলাইকে উপদেষ্টা করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, হৈমন্তী শুক্লা ওঝা ও সুদেব চন্দ্র রায়, সহসাধারণ সম্পাদক আককাস সিকদার, সাহিত্য সম্পাদক কবিতা হাওলাদার, দপ্তর সম্পাদক চাঁদ মোহন কংস বণিক, প্রচার সম্পাদক এস এ জুয়েল হাওলাদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার সাহা, নির্বাহী সদস্য দীপু লাল দাস, মেসলে উদ্দিন হাওলাদার ও বন্যা সাহা।

উল্লেখ্য, ফ্যাসিস্ট বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে ১৯৩৫ সালের ২১ জুন প্যারিসে অনুষ্ঠিত হয় শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। একই বছরের শেষের দিকে ভারতের লেখক বুদ্ধিজীবীরা সাজ্জাদ জহিরের নেতৃত্বে সর্বভারতীয় প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৩৬ সালে ভারত বর্ষের প্রগতিশীল শিল্পী-সাহিত্যিকেরা গঠন করেন নিখিল ভারত প্রগতি লেখক সংঘ। ১৯৪০ সালে ঢাকা জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সদস্য হিসেবে ছিলেন, রণেশ দাসগুপ্ত, সোমেন চন্দ, কিরণ শঙ্কর সেনগুপ্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত