নাঈম ইসলাম, ধামরাই
আজ বুধবার ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। তবে সম্মেলনের কারণে গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। এ ছাড়া সম্মেলনের পরদিন কাল বৃহস্পতিবার সারা দেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। যে কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে, তার আগের দিন সেই বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের সম্মেলন হবে শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।
সাধারণত এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সিট সেট করা হয় পরীক্ষার আগের দিন। সে কারণে পরীক্ষার আগের দিন বিদ্যালয় বন্ধ রেখে পরীক্ষার্থীদের সিট প্ল্যান করে থাকেন প্রায় সব বিদ্যালয়। তবে সম্মেলনের কারণে পরীক্ষার দুই দিন আগে গতকাল হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ বন্ধ রাখতে হয়। সম্মেলনের দিন আজও বিদ্যালয় বন্ধ থাকবে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার খোলা ছিল, শুধু সম্মেলনের কারণে এই প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সম্মেলন না করে অন্য কোনো মাঠেও তো এই সম্মেলন করা যেত।
ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হক বলেন, ‘বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা। বুধবার (আজ) সিট প্ল্যান করার কথা ছিল। তবে সম্মেলনের কারণে তা আজ (মঙ্গলবার) করতে হলো। বিদ্যালয়ের পাঠদান দুদিন বন্ধ রাখতে হবে। এতে আমাদের সমস্যা হচ্ছে।’
নুরুল হক বলেন, ‘আমাদের এই কেন্দ্রে সাড়ে ছয় শ পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। আমরা আপত্তি জানিয়েছিলাম। পরে ইউএনও সাহেবের অনুমতি নিয়ে তাঁরা এখানে প্যান্ডেল করছেন। তবে তাঁরা আশ্বাস দিয়েছেন, রাতের মধ্যেই সব প্যান্ডেল খুলে নিয়ে যাবেন। পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটবে না।’
এ বিষয়ে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা আওয়ামী লীগরে সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন বলেন, ‘সম্মেলনে হাজার হাজার মানুষ অংশ নেবে। ধামরাইয়ে সেই অনুযায়ী ভালো কোনো স্থান না পাওয়ায় আমরা বাধ্য হয়েই এই প্রতিষ্ঠানের মাঠ বাছাই করেছি। এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য আমরা সকাল ১০টা থেকে সম্মেলন শুরু করব এবং সন্ধ্যার মধ্যেই তা শেষ করে দেব। এ ছাড়া প্যান্ডেলসহ সবকিছু রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হবে। এই মর্মেই আমাদের অনুমোদন দেওয়া হয়েছে।’
ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফি বলেন, ‘এটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন ইউএনও সাহেব। ইউএনও সাহেবই ভালো বলতে পারবেন কোন দিক বিবেচনা করে সম্মেলনের ভেন্যুর অনুমতি দেওয়া হয়েছে।’
বিষয়টি জানতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর মোবাইল ফোনে কল করা হলে অসুস্থতার কারণে তিনি কথা বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমি ইতিমধ্যেই ধামরাই উপজেলার ইউএনও এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দিয়েছি, সম্মেলনের কারণে যেন শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। এ ছাড়া সম্মেলনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও নির্দেশনা দেওয়া আছে।’
জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
আজ বুধবার ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। তবে সম্মেলনের কারণে গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। এ ছাড়া সম্মেলনের পরদিন কাল বৃহস্পতিবার সারা দেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। যে কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে, তার আগের দিন সেই বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের সম্মেলন হবে শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।
সাধারণত এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সিট সেট করা হয় পরীক্ষার আগের দিন। সে কারণে পরীক্ষার আগের দিন বিদ্যালয় বন্ধ রেখে পরীক্ষার্থীদের সিট প্ল্যান করে থাকেন প্রায় সব বিদ্যালয়। তবে সম্মেলনের কারণে পরীক্ষার দুই দিন আগে গতকাল হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ বন্ধ রাখতে হয়। সম্মেলনের দিন আজও বিদ্যালয় বন্ধ থাকবে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার খোলা ছিল, শুধু সম্মেলনের কারণে এই প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সম্মেলন না করে অন্য কোনো মাঠেও তো এই সম্মেলন করা যেত।
ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হক বলেন, ‘বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা। বুধবার (আজ) সিট প্ল্যান করার কথা ছিল। তবে সম্মেলনের কারণে তা আজ (মঙ্গলবার) করতে হলো। বিদ্যালয়ের পাঠদান দুদিন বন্ধ রাখতে হবে। এতে আমাদের সমস্যা হচ্ছে।’
নুরুল হক বলেন, ‘আমাদের এই কেন্দ্রে সাড়ে ছয় শ পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। আমরা আপত্তি জানিয়েছিলাম। পরে ইউএনও সাহেবের অনুমতি নিয়ে তাঁরা এখানে প্যান্ডেল করছেন। তবে তাঁরা আশ্বাস দিয়েছেন, রাতের মধ্যেই সব প্যান্ডেল খুলে নিয়ে যাবেন। পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটবে না।’
এ বিষয়ে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা আওয়ামী লীগরে সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন বলেন, ‘সম্মেলনে হাজার হাজার মানুষ অংশ নেবে। ধামরাইয়ে সেই অনুযায়ী ভালো কোনো স্থান না পাওয়ায় আমরা বাধ্য হয়েই এই প্রতিষ্ঠানের মাঠ বাছাই করেছি। এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য আমরা সকাল ১০টা থেকে সম্মেলন শুরু করব এবং সন্ধ্যার মধ্যেই তা শেষ করে দেব। এ ছাড়া প্যান্ডেলসহ সবকিছু রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হবে। এই মর্মেই আমাদের অনুমোদন দেওয়া হয়েছে।’
ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফি বলেন, ‘এটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন ইউএনও সাহেব। ইউএনও সাহেবই ভালো বলতে পারবেন কোন দিক বিবেচনা করে সম্মেলনের ভেন্যুর অনুমতি দেওয়া হয়েছে।’
বিষয়টি জানতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর মোবাইল ফোনে কল করা হলে অসুস্থতার কারণে তিনি কথা বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমি ইতিমধ্যেই ধামরাই উপজেলার ইউএনও এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দিয়েছি, সম্মেলনের কারণে যেন শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। এ ছাড়া সম্মেলনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও নির্দেশনা দেওয়া আছে।’
জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৮ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪