Ajker Patrika

আ.লীগ থেকে এক বিদ্রোহীকে বহিষ্কার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ০৯
Thumbnail image

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. কপাসের হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, কোলা ইউনিয়নে হাজী মীর লিয়াকত আলী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সেই মোতাবেক নৌকা প্রতীক নিয়ে তিনি প্রচার প্রচারণা করে আসছেন। কিন্তু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কোলা ইউপিতে মো. কপাসের হোসেন বিদ্রোহী হয়েছেন। এতে দলের গঠনতন্ত্রের পরিপন্থী কার্যক্রম পরিচালনা ও সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে সভাপতি পদ থেকে বরখাস্ত করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান বলেন, ‘কোনো ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছে উপজেলা আওয়ামী লীগ থেকে এমন অভিযোগ জানালে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত