Ajker Patrika

পিআইওর বিরুদ্ধে সমন জারি

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১: ১৮
পিআইওর বিরুদ্ধে সমন জারি

গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পুর বিরুদ্ধে সমন জারি করেছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইনে করা আবেদনে তথ্য না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই সমন জারি করা হয়। আগামী রোববার শুনানিতে হাজির থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

জানা গেছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু বরাবর তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য পেতে আবেদন করেন সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন। তবে ২০ কর্মদিবসের অধিক সময় অতিবাহিত হওয়ার পর চাওয়া তথ্য বা অপারগতা-সংক্রান্ত পত্র না পাওয়ায় তিনি ওই বছরের ১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বরাবর অপিল করেন। কিন্তু সেখান থেকেও সাড়া পাননি।

পরে তিনি গত বছরের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ তথ্য কমিশনে অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেয় তথ্য কমিশন। তাঁরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরাবর আপিল করার জন্য খাইরুল ইসলামকে চিঠি দেন। সে অনুযায়ী গত ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরাবর আপিল করেন। কিন্তু তাতেও ফল না পেয়ে গত ৩ নভেম্বর তথ্য কমিশনে আরেকটি অভিযোগ দেন। এরই ভিত্তিতে গত ২৩ জানুয়ারি তথ্য কমিশন সমন জারি করে চিঠি দিয়েছে।

এ বিষয়ে সাংবাদিক খাইরুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইনে তথ্য পেতে আবেদন করলেও কোনো তথ্য বা অপারগতা সংক্রান্ত পত্র না দেওয়ায় আপিল করি। সেখানেও কোনো সাড়া না মেলায় তথ্য কমিশনে অভিযোগ করতে বাধ্য হই। কেবল সাংবাদিক হিসেবে নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে তথ্য প্রাপ্তি আমার অধিকার।

জানতে চাইলে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু বলেন, তিনি তথ্য কমিশনের সমন জারির চিঠি পেয়েছেন। নির্দিষ্ট তারিখে শুনানিতে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ