Ajker Patrika

লালমনিরহাটে কাবাডি ও দাবা প্রতিযোগিতা

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
লালমনিরহাটে কাবাডি ও দাবা প্রতিযোগিতা

লালমনিরহাটে আইজিপি কাপ যুব (বালক ও বালিকা অনূর্ধ্ব-১৯) কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। কাবাডি প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি দল ও দাবা প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার ১০টি দল অংশ নিচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ লাইনস মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায়, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হায়াদ খন্দকার লেলিন, টিআই আব্দুল প্রমুখ।

উদ্বোধনী কাবাডি (বালক) খেলায় লালমনিরহাট জেলা দল কুড়িগ্রামকে পরাজিত করে। বালিকাদের খেলায় লালমনিরহাট জেলা দল রংপুর জেলাকে পরাজিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত