বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরও ষড়যন্ত্র চলছে। এই জেলায় দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চলছে। প্রার্থী হওয়ার জন্য অনেককে চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমি তাদের বলব, অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নৌকার জন্য কাজ করুন।’ গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, ‘বেশি বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন প্রতিমন্ত্রীর অবস্থা কী হয়েছে। আমরা কারও এমন পরিণতি চাই না।’
আইভীকে সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে। সভায় আইভী আরও বলেন, ‘নেত্রীর কথায় আমার জন্য কাজ করায় সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কাজটি করা মানে নেত্রীর জন্য কাজ করা। কিন্তু যারা এই সুযোগটি নিতে পারলেন না, আমি মনে করি তারা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। ভবিষ্যতে নেত্রী যার পক্ষে থাকবেন আমরাও তার পক্ষে থাকব।’
সভায় আড়াইহাজারের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের নবনির্বাচিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাংসদ নজরুল ইসলাম বাবু। মেয়র আইভী এই বিষয়টি তুলে ধরে বলেন, ‘আমাদের বাবু এখানে তাঁর এলাকার ৬ জন চেয়ারম্যানকে নিয়ে এসেছেন নৌকায় পাস করেছে বলে। অথচ আমাদের সাংসদেরা তা করতে পারলেন না। কারণে অনেক জায়গায় নৌকাকে ডুবিয়ে লাঙলকে পাস করানো হয়েছে। মধ্যরাতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের কাজিমউদ্দিনের (বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের প্রার্থী) নৌকাকে ফেল করানো হয়েছে।
মেয়র বলেন, ‘এই শহরে একটি পক্ষ বহু চেষ্টা করেছে আমাকে জামায়াত-বিএনপি বানাতে। তারা আমার বাবা আলী আহমদ চুনকাকে নিয়েও অডিও ক্যাসেটও বের করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আমার বাবা জীবনের শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের প্রতি নিবেদিত ছিলেন। আমিও সেই পথেই ছিলাম, আছি এবং থাকব।’
আইভী আরও বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় একটি দল। এই দলের ভেতর মনমালিন্য থাকতেই পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে আমরা সবাই এক আছি বলে আমার বিশ্বাস। আমরা আগামী ১৫ তারিখ আমি আমার মনোনয়ন পত্র জমা দেব। তারপর আমরা নির্বাচনী বিধি অনুযায়ী কাজ শুরু করব। এর আগ পর্যন্ত সকলে আচরণবিধি মেনে কাজ করব বলে আমি আশা করি।’
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, জেলার সহসভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরও ষড়যন্ত্র চলছে। এই জেলায় দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চলছে। প্রার্থী হওয়ার জন্য অনেককে চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমি তাদের বলব, অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নৌকার জন্য কাজ করুন।’ গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, ‘বেশি বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন প্রতিমন্ত্রীর অবস্থা কী হয়েছে। আমরা কারও এমন পরিণতি চাই না।’
আইভীকে সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে। সভায় আইভী আরও বলেন, ‘নেত্রীর কথায় আমার জন্য কাজ করায় সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কাজটি করা মানে নেত্রীর জন্য কাজ করা। কিন্তু যারা এই সুযোগটি নিতে পারলেন না, আমি মনে করি তারা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। ভবিষ্যতে নেত্রী যার পক্ষে থাকবেন আমরাও তার পক্ষে থাকব।’
সভায় আড়াইহাজারের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের নবনির্বাচিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাংসদ নজরুল ইসলাম বাবু। মেয়র আইভী এই বিষয়টি তুলে ধরে বলেন, ‘আমাদের বাবু এখানে তাঁর এলাকার ৬ জন চেয়ারম্যানকে নিয়ে এসেছেন নৌকায় পাস করেছে বলে। অথচ আমাদের সাংসদেরা তা করতে পারলেন না। কারণে অনেক জায়গায় নৌকাকে ডুবিয়ে লাঙলকে পাস করানো হয়েছে। মধ্যরাতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের কাজিমউদ্দিনের (বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের প্রার্থী) নৌকাকে ফেল করানো হয়েছে।
মেয়র বলেন, ‘এই শহরে একটি পক্ষ বহু চেষ্টা করেছে আমাকে জামায়াত-বিএনপি বানাতে। তারা আমার বাবা আলী আহমদ চুনকাকে নিয়েও অডিও ক্যাসেটও বের করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আমার বাবা জীবনের শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের প্রতি নিবেদিত ছিলেন। আমিও সেই পথেই ছিলাম, আছি এবং থাকব।’
আইভী আরও বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় একটি দল। এই দলের ভেতর মনমালিন্য থাকতেই পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে আমরা সবাই এক আছি বলে আমার বিশ্বাস। আমরা আগামী ১৫ তারিখ আমি আমার মনোনয়ন পত্র জমা দেব। তারপর আমরা নির্বাচনী বিধি অনুযায়ী কাজ শুরু করব। এর আগ পর্যন্ত সকলে আচরণবিধি মেনে কাজ করব বলে আমি আশা করি।’
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, জেলার সহসভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪