Ajker Patrika

সরে গেলেন আফজাল, অভিনয় করবেন সেলিম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৩: ৩০
সরে গেলেন আফজাল, অভিনয় করবেন সেলিম

নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন শিহাব শাহীন। নাম ‘বাবা সামওয়ান ফলোয়িং মি’। এ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল আফজাল হোসেন ও তাসনিয়া ফারিণের।

ফারিণকে নিয়ে প্রথম লটের শুটিং করা হলেও সিনেমাটিতে থাকছেন না আফজাল হোসেন। শারীরিক অসুস্থতার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাঁর জায়গায় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। 

শিহাব শাহীন বলেন, ‘গত মাসের শুরুর দিকেই আফজাল হোসেনকে নিয়ে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তা আর হয়নি। তাঁর সুস্থতার জন্য অপেক্ষা করছিলাম। তিনি এখন অনেকটা সুস্থ হলেও শুটিং করার মতো অবস্থায় নেই। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনিও চাইছেন না এই মুহূর্তে কাজ করতে। আমাদেরও কাজটি শুরু করা প্রয়োজন। তাই অন্য কাউকে নিয়ে ভাবতে বলেছেন তিনি। এরপর আমরা সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলে তাঁকে চূড়ান্ত করেছি।’

আফজাল হোসেন

এবারই প্রথম আফজাল হোসেনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন শিহাব শাহীন।  অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন আফজাল। তাঁর জায়গায় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম।

এবারই প্রথম আফজাল হোসেনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন শিহাব শাহীন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ নির্মাতা। কিন্তু শেষ পর্যন্ত আফজাল হোসেনের সঙ্গে কাজটি করা হয়ে উঠল না। এ নিয়ে কিছুটা মন খারাপ তাঁর। তবে বিশ্বাস করেন, শহীদুজ্জামান সেলিম সেই অভাবটা বুঝতে দেবেন না। শহীদুজ্জামান সেলিমকে নিয়ে ৮ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে বাবা সামওয়ান ফলোয়িং মি সিনেমার বাকি অংশের কাজ। 

শিহাব শাহীনের মেয়ে সাফেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। একদিন রাতে সে ফোন করে বলে, বাবা সামওয়ান ফলোয়িং মি। মেয়ের মুখে বিস্তারিত শোনার পর চিন্তায় পড়ে যান নির্মাতা। সারা রাত বাবা-মেয়ের সময় কাটে ফোনের পর ফোনে। পরবর্তী সময়ে পুরো ঘটনাটি নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন শিহাব শাহীন। গত আগস্টে অস্ট্রেলিয়ায় শুটিং হয় বাবা সামওয়ান ফলোয়িং মি সিনেমার। এতে আরও অভিনয় করছেন সোহেল মণ্ডল, ইরফান সাজ্জাদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত