Ajker Patrika

অসদুপায়ে সহযোগিতাও দুর্নীতি: মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ১৯
অসদুপায়ে সহযোগিতাও দুর্নীতি: মেয়র

অসদুপায় অবলম্বনকারীদের সহযোগিতা করাকেও দুর্নীতি হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘ঘুষকে আমরা সাধারণ অর্থে দুর্নীতি বলি। কিন্তু কোনো কর্মজীবী যদি যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না হন বা পূর্ণ কর্মঘণ্টা অফিসে উপস্থিত না থাকেন এটাও দুর্নীতি। তেমনি অফিস চলাকালীন সময়ে নিজের বা পারিবারিক কাজে ব্যস্ত থাকলে সেটাও দুর্নীতি পর্যায়ে পড়ে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (এলআইইউপিসি) টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান, টাউন ফেডারেশন ম্যানেজার কোহিনূর আকতার বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ