Ajker Patrika

৭ চেয়ারম্যান প্রার্থীসহ ২৪ জনের মনোনয়ন প্রত্যাহার

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
৭ চেয়ারম্যান প্রার্থীসহ ২৪ জনের মনোনয়ন প্রত্যাহার

বদরগঞ্জে সাতজন চেয়ারম্যান প্রার্থীসহ ২৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার প্রত্যাহারের শেষ দিনে তাঁরা দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন কালুপাড়া ইউপির রাশেদুল ইসলাম ও তানভীর আহম্মেদ, বিষ্ণুপুর ইউপির মিজানুর মশিউর রহমান, রাধানগর ইউপির খালেদা কাজী, মধুপুর ইউনিয়নের লিপি মাইন এবং গোপালপুর ইউপির আমজাদ হোসেন ও মাফুজার রহমান। কালুপাড়া ইউপির ৩ নম্বর সংরক্ষিত আসনের রেশমা বেগম এবং দামোদরপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত  আসনের সুফিয়া বেগম তাঁদের মনোনয়ন প্রত্যাহারকরে নিয়েছেন। 

এ ছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে ফেন্সী বেগম, বিষ্ণুপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাজেদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের বুলবুল আহম্মেদ, ৮ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম ও শাহ আলম, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে সোলায়মান।

রামনাথপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ, দামোদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম, কুতুবপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের হানিফুল ইসলাম, লোহানীপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের হাফিজুল ইসলাম, মধুপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের কেরামত আলী, ৩ নম্বর ওয়ার্ডের একরামুল হক, ৯ নম্বর ওয়ার্ডের অহেদ আলী এবং গোপালপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের অহিদুল হক। সাত চেয়ারম্যান প্রার্থীসহ ২৪ জনের মনোয়নপত্র প্রত্যাহারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনীয়া।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত