Ajker Patrika

দূর হচ্ছে দীর্ঘ দুর্ভোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৫
দূর হচ্ছে দীর্ঘ দুর্ভোগ

জলাবদ্ধতার জন্য আলোচিত চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের সেই রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে উপজেলার উত্তরাঞ্চল থেকে কেরোয়া সেতু দিয়ে বাজারে আসা মানুষের দুর্ভোগ শেষ হচ্ছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তদারকিতে রাস্তার কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পৌর প্রশাসন।

জানা গেছে, ১০ থেকে ১৫ বছর ধরে বাজারের রাস্তার (ফরিদগঞ্জ মধ্য বাজার হতে কেরোয়া সেতু পর্যন্ত) সংস্কার না হওয়া মানুষের ভোগান্তির অন্ত ছিল না। একদিকে রাস্তার দুপাশ অবৈধভাবে দখল, অন্যদিকে বর্ষা এলে অন্তত হাঁটুসমান কাদাজল ও নর্দমার পানিতে সয়লাব হয়ে যেতো। এতে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। এ নিয়ে উপজেলার উত্তরাঞ্চল থেকে বাজারে আসা মানুষজন চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ত। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

দুর্ভোগের শিকার মানুষজন এ জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে। পৌর প্রশাসন বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রাস্তাটির সংস্কারকাজ শুরু করে। অবশেষে সংস্কারকাজ শেষ হয়েছে।

এ রাস্তা দিয়ে চলাচলকারী স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এ কারণে বাজারে আসা পথচারীদের দুর্ভোগের শেষ ছিল না। যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্নতার সৃষ্টি হতো। ছোটখাটো দুর্ঘটনা ঘটত। অবশেষে বাজার এই অংশে আরসিসি ঢালাইর কাজ শেষ হয়েছে। রাস্তাটির সংস্কার কাজ শেষ হওয়ার বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ আনন্দিত।

ফরিদগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম বলেন, ‘এই রাস্তাটির কারণে বাজারের ব্যবসায়ীসহ বাজারে আসা বিভিন্ন শ্রেণির মানুষ চরম দুর্ভোগ পোহাত। রাস্তাটির সংস্কারের জন্য আমরা বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে ও সর্বস্তরের জনগণ দাবি জানিয়ে আসছিলাম। রাস্তাটির কাজ করায় আমরা আনন্দিত, সেই সঙ্গে মেয়রকে ধন্যবাদ।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছে তাদের সেবা করার জন্য। পৌরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়াই আমার দায়িত্ব। ইতিমধ্যে পৌরসভাটি দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। সব পৌর নাগরিকদের সহায়তা এক দিন এ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত