Ajker Patrika

রুমার পলিপাড়া বিহারে ‘মাহাসীমাঘর’ উদ্বোধন

রুমা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২: ৪৪
Thumbnail image

বান্দরবানের রুমা সদরের পলিপাড়া বৌদ্ধ বিহারে গত রোববার ‘মাহাসীমাঘর’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এতে প্রায় সাড়ে ১১ লাখ টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে রোববার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সম্মিলিত ফুল পূজা, ভিক্ষু সংঘের সংঘদান, এক দেশনা সভা, হাজার প্রদীপ পূজা অনুষ্ঠিত হয়।

পলিপাড়া বিহার পরিচালনা কমিটি সভাপতি উথোয়াইমং মারমা বলেন, বৌদ্ধধর্মের অন্যতম স্থাপনা ‘মাহাসীমাঘর’। পলিপাড়া, হাতিমাথাপাড়া, ছাইপো পাড়াসহ পাশের বেশ কয়েকটি পাড়ার বৌদ্ধধর্মাবলম্বীদের অনুদানে এর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সহযোগিতার জন্য কোথাও আবেদন করা হয়নি।

অনুষ্ঠান পরিচালনা করেন রিজুকপাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ ও রুমা ভিক্ষু সংঘের উপ-সংঘনায়ক উ গুন্ডালা মহাথের। এ সময় পাইন্দু হেডম্যান পাড়া বিহারাধ্যক্ষ উসুন্দরা, রুমা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ চাইন্দাসারা মহাথের, পলিতং পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ নাইন্ডাস্বারা মহাথের ও রুমা অগ্রবংশ অনাথালয় পরিচালক উ নাইন্ডিয়া ভান্তে উপস্থিত ছিলেন।

বিকেলে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ‘সীমাঘর’ নির্মাণের তাৎপর্য নিয়ে দেশনা সভায় ভিক্ষু সংঘ কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক উ নাইন্দাসরাহ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

এর আগে গত শনিবার রাত ১০টা এক মিনিটে মঙ্গল তিথি ক্ষণে ভিক্ষু সংঘের সম্মিলিত মঙ্গল সূত্র পাঠের মধ্য দিয়ে ‘সীমাঘর’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত