Ajker Patrika

টিভিতে ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান

আপডেট : ১৬ জুন ২০২৪, ১৭: ২৪
টিভিতে ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান

সজল ও সারিকার উপস্থাপনায় ‘পাঁচফোড়ন’
ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের পর্ব। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও সারিকা সাবরিন। এতে গান থাকছে তিনটি। রয়েছে জাদুশিল্পী ম্যাজিক রাজিকের পরিবেশনা, কয়েকটি ভিন্নধর্মী প্রতিবেদন ও নাট্যাংশ। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।

নবদম্পতিকে কেন্দ্র করে ‘আনন্দমেলা’
এবার আনন্দমেলা সেজেছে ভিন্ন আঙ্গিকে। যেখানে নবদম্পতি হিসেবে উপস্থাপনা করেছেন সাজু খাদেম ও রুকাইয়া জাহান চমক। তাঁদের বিবাহোত্তর অনুষ্ঠানে হাজির হয়ে নাচ-গান-আড্ডায় মেতে উঠবেন শোবিজের একঝাঁক জনপ্রিয় মুখ। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত, দিলারা জামান ও ওয়াহিদা মল্লিক জলি জানাবেন তাঁদের বিয়ে ও বিবাহিত জীবনের নানা ঘটনা। দেখা যাবে বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

কৃষকের আনন্দ এবার পদ্মার তীরে
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের এবারের পর্ব ধারণ করা হয়েছে শরীয়তপুর জেলার নড়িয়ায়। এবারের পর্ব আরও জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলায়। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

সেলিব্রিটি শো ‘রাঙা সকাল’
মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন সকাল ৭টায় রয়েছে তারকাদের অংশগ্রহণে ‘রাঙা সকাল’। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলবেন তারকারা। ঈদের দিন থাকবেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা, দ্বিতীয় দিন অভিনেতা মিশা সওদাগর ও তৃতীয় দিন নুসরাত ইমরোজ তিশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত