Ajker Patrika

জীবন্ত হচ্ছে অ্যানিমেশনের চরিত্র

জীবন্ত হচ্ছে অ্যানিমেশনের চরিত্র

হলিউডে এখন চলছে লাইভ অ্যাকশন সিনেমার জোয়ার। জনপ্রিয় অ্যানিমেশন চরিত্রগুলোকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে। অ্যানিমেশনের বদলে এসব গল্পে অভিনয় করছেন বাস্তবের অভিনয়শিল্পীরা। যদিও এ বছর মুক্তি পাওয়া ডিজনির ‘দ্য লিটল মারমেইড’ তেমন প্রভাব ফেলতে পারেনি বক্স অফিসে। তবে সম্প্রতি ‘বার্বি’ সিনেমাটি বিশ্বজুড়ে যেভাবে হইচই ফেলেছে, তাতে বোঝা গেছে, এ ধরনের সিনেমা দর্শক টানতে পারে যদি তার নির্মাণ ভালো হয়। মূলত বার্বির তুমুল জনপ্রিয়তায় উৎসাহিত হয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি সিদ্ধান্ত নিয়েছে তাদের জনপ্রিয় অ্যানিমেশনগুলোকে লাইভ অ্যাকশনে রূপ দেওয়ার।

সংবাদমাধ্যম ডিসইনসাইডার সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ডিজনি তাদের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা যেমন ‘প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’, ‘ট্যাঙ্গেলড’, ‘ফ্রোজেন’, ‘মোফাসা: দ্য লায়ন কিং’ ও ‘টারজান’কে লাইভ অ্যাকশনে রূপ দিতে চাচ্ছে। এসব এখনো আছে প্রাথমিক পর্যায়ে। তবে এরই মধ্যে কাজ অনেক দূর এগিয়েছে স্নো হোয়াইট নিয়ে। ১৯৩৭ সালের ডিজনি অ্যানিমেশন সিনেমা ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডুয়ার্ফস’-এর শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। মুক্তি পাবে আগামী বছর। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন র‍্যাচেল জেগলার আর ডাইনি চরিত্রে আছেন গাল গাদত।

ডিজনির আরেক জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ নিয়েও কাজ চলছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমার অ্যানিমেশন ভার্সনে মাউই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন ডোয়াইন জনসন। শোনা যাচ্ছে, এ সিনেমার লাইভ অ্যাকশন ভার্সনেও তিনি এ চরিত্রে থাকবেন। মোয়ানা চরিত্রের অভিনেত্রীও চূড়ান্ত হয়ে গেছে। হলিউডে অভিনয়শিল্পীদের চলমান ধর্মঘট শেষ হলেই তাঁর নাম প্রকাশ্যে আনবে ডিজনি। জানা গেছে, এগুলো ছাড়াও ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘বাম্বি’, ‘হারকিউলিস’, ‘আ সোর্ড ইন দ্য স্টোন’ ও ‘রবিনহুড’ও জীবন্ত হবে পর্দায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত