Ajker Patrika

আসামির হামলায় ৩ বনরক্ষী আহত, রাইফেল ভাঙচুর

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৯
আসামির হামলায় ৩ বনরক্ষী আহত, রাইফেল ভাঙচুর

বাগেরহাটের মোরেলগঞ্জে বন বিভাগের সদস্যদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা একটি চাইনিজ রাইফেল ভেঙে দ্বিখণ্ডিত ও ছয় রাউন্ড রাইফেলের গুলি ছিনতাই করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার সকাল ৫টার দিকে উপজেলার জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে।

জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) জাহাঙ্গীর আলম বলেন, হরিণ শিকার করে লুকিয়ে রাখা হয়েছে এমন খবর শুনে জিউধরা গ্রামে অভিযান চালায় বন বিভাগের একটি দল। ওই সময় স্থানীয় মুন্নাসহ ১০-১২ জন তাদের ওপর হামলা করে। মুন্না একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।

এ ঘটনায় পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জিউধরা ফরেস্ট স্টেশনের তিনজন বোটম্যান আহত হয়েছেন। আহতরা হলেন, মো. মাসুদ রানা (২২), শান্ত শেখ (২৪) ও জাহিদুর রহমান (৪২)। তাঁদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক বলেন, দুর্বৃত্তদের হামলায় তিনজন বোটম্যান আহত হয়েছেন। একটি রাইফেল ভেঙে গেছে এবং ছয় রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

খবর পেয়ে মোরেলগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এ পর্যন্ত কোনো আসামিকে আটক করা যায়নি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন।

অপরদিকে এ ঘটনায় প্রধান অভিযুক্ত মুন্না হাওলাদারের বাবা মো. দেলোয়ার হাওলাদার বলেন, বন বিভাগের কর্মীরা ভুল বুঝে মুন্নাকে পিটিয়ে আহত করে। ওই সময় তাঁদের রাইফেল ভেঙে যায়। বনরক্ষীদের ওপর কেউ হামলা করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত