আসাদুজ্জামান রিপন, নরসিংদী
সামসুদ্দীন আহমেদ এছাক—নরসিংদী সদরের রাজনীতিতে নামটি এখনো বারবার ফিরে আসে। ১৯৯১ সাল থেকে পরবর্তী টানা চারবারের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনের এমপি হন তিনি। তাঁর ওপর ভরসা করে এ আসনে নির্ভার ছিল বিএনপি। কিন্তু এ নেতার মৃত্যুর পর ওলটপালট হয়ে যায় সবকিছু। ২০০৮ সালের নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। কিন্তু ২০১১ সালে আলোচিত মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগে শুরু হয় কোন্দল। তবে এখনো দলটির দখলে এ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সব কোন্দল কবর দিতে চাইছে দুই দলই।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের নজরুল ইসলাম হিরুর বিজয়ের মধ্য দিয়ে আসনটি হাতছাড়া হয় বিএনপির। এর পর থেকে রাজনৈতিকভাবে জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত এ আসনে এমপি হিসেবে রয়েছেন লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। আগামী নির্বাচনেও দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে তিনি।
এ ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন জার্মানে নিযুক্ত রাষ্ট্রদূত, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার সাবেক দুবারের মেয়র, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আইয়ুব খান মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।
বিএনপি থেকে মনোনয়নে এগিয়ে আছেন দলটির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন। এ ছাড়া আলোচনায় আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত এমপি সামসুদ্দীন আহমেদ এছাকের ছেলে হারুন অর রশিদ, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন জেলা কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে দলীয় কার্যালয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর পর থেকে সদর আসনে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে জর্জর আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কমিটি গঠন করাসহ এই কোন্দল ছড়িয়ে পড়ে জেলার সব উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেও। তবে সম্প্রতি জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর অভ্যন্তরীণ কোন্দলের কবর রচিত হতে যাচ্ছে বলে দাবি নেতাদের।
তবে জি এম তালেব হোসেন বলেন, ‘আগামী নির্বাচনকে ঘিরে দলের নেতা-কর্মীরা প্রস্তুত। বড় রাজনৈতিক দলে অনেকেই মনোনয়ন চাইতে পারেন, আমি নিজেও মনোনয়ন চাইব। যিনিই মনোনয়ন পান না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করব ইনশা আল্লাহ।’ প্রায় একই মতামত ব্যক্ত করেন লোকমান হোসেনের ভাই আরেক মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলও। এরই মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কবর দেওয়া শুরু হয়েছে বলে জানান তাঁরা।
দীর্ঘদিন ধরে সমানতালে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে জর্জর অপর প্রধান রাজনৈতিক দল বিএনপিও। কোন্দলের অবসান না হওয়ায় তাদের আন্দোলন বেগবান না হয়ে খায়রুল কবীর খোকনের নিজ ঘরে ক্যামেরাবন্দী হয়ে আছে বলে মনে করছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। কোন্দলের জেরে সম্প্রতি খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। কোন্দলের অবসান না হলে সরকার পতনের আন্দোলনে সফল না হওয়া, এমনকি সংসদ নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।
খায়রুল কবীর খোকন বলেন, ‘শুধু সংসদ নির্বাচন নয়, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনেই বিএনপি অংশগ্রহণ করছে না, করবে না। আমাদের দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমরা প্রস্তুত আছি। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে।’ দলীয় কোন্দলের ব্যাপারে তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এমন একটা বড় দলে কোন্দল থাকবেই, কোন্দল থাকলেও দলীয় নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এক বছর আগেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণে সরব হলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি রাজনীতির মাঠে গোপনে ভোটের হিসাব-নিকাশ চালাচ্ছেন। ভোটের মাঠ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপির ঘাঁটি ফিরে আসবে মনে করছেন দলটির নেতা-কর্মীরা।
নরসিংদীর সদর উপজেলা (তিনটি ইউনিয়ন ব্যতীত) ও দুটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসন নরসিংদী-১।
সামসুদ্দীন আহমেদ এছাক—নরসিংদী সদরের রাজনীতিতে নামটি এখনো বারবার ফিরে আসে। ১৯৯১ সাল থেকে পরবর্তী টানা চারবারের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনের এমপি হন তিনি। তাঁর ওপর ভরসা করে এ আসনে নির্ভার ছিল বিএনপি। কিন্তু এ নেতার মৃত্যুর পর ওলটপালট হয়ে যায় সবকিছু। ২০০৮ সালের নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। কিন্তু ২০১১ সালে আলোচিত মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগে শুরু হয় কোন্দল। তবে এখনো দলটির দখলে এ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সব কোন্দল কবর দিতে চাইছে দুই দলই।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের নজরুল ইসলাম হিরুর বিজয়ের মধ্য দিয়ে আসনটি হাতছাড়া হয় বিএনপির। এর পর থেকে রাজনৈতিকভাবে জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত এ আসনে এমপি হিসেবে রয়েছেন লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। আগামী নির্বাচনেও দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে তিনি।
এ ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন জার্মানে নিযুক্ত রাষ্ট্রদূত, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার সাবেক দুবারের মেয়র, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আইয়ুব খান মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।
বিএনপি থেকে মনোনয়নে এগিয়ে আছেন দলটির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন। এ ছাড়া আলোচনায় আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত এমপি সামসুদ্দীন আহমেদ এছাকের ছেলে হারুন অর রশিদ, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন জেলা কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে দলীয় কার্যালয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর পর থেকে সদর আসনে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে জর্জর আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কমিটি গঠন করাসহ এই কোন্দল ছড়িয়ে পড়ে জেলার সব উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেও। তবে সম্প্রতি জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর অভ্যন্তরীণ কোন্দলের কবর রচিত হতে যাচ্ছে বলে দাবি নেতাদের।
তবে জি এম তালেব হোসেন বলেন, ‘আগামী নির্বাচনকে ঘিরে দলের নেতা-কর্মীরা প্রস্তুত। বড় রাজনৈতিক দলে অনেকেই মনোনয়ন চাইতে পারেন, আমি নিজেও মনোনয়ন চাইব। যিনিই মনোনয়ন পান না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করব ইনশা আল্লাহ।’ প্রায় একই মতামত ব্যক্ত করেন লোকমান হোসেনের ভাই আরেক মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলও। এরই মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কবর দেওয়া শুরু হয়েছে বলে জানান তাঁরা।
দীর্ঘদিন ধরে সমানতালে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে জর্জর অপর প্রধান রাজনৈতিক দল বিএনপিও। কোন্দলের অবসান না হওয়ায় তাদের আন্দোলন বেগবান না হয়ে খায়রুল কবীর খোকনের নিজ ঘরে ক্যামেরাবন্দী হয়ে আছে বলে মনে করছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। কোন্দলের জেরে সম্প্রতি খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। কোন্দলের অবসান না হলে সরকার পতনের আন্দোলনে সফল না হওয়া, এমনকি সংসদ নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।
খায়রুল কবীর খোকন বলেন, ‘শুধু সংসদ নির্বাচন নয়, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনেই বিএনপি অংশগ্রহণ করছে না, করবে না। আমাদের দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমরা প্রস্তুত আছি। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে।’ দলীয় কোন্দলের ব্যাপারে তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এমন একটা বড় দলে কোন্দল থাকবেই, কোন্দল থাকলেও দলীয় নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এক বছর আগেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণে সরব হলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি রাজনীতির মাঠে গোপনে ভোটের হিসাব-নিকাশ চালাচ্ছেন। ভোটের মাঠ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপির ঘাঁটি ফিরে আসবে মনে করছেন দলটির নেতা-কর্মীরা।
নরসিংদীর সদর উপজেলা (তিনটি ইউনিয়ন ব্যতীত) ও দুটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসন নরসিংদী-১।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫