Ajker Patrika

ক্লাব কাপ হকিতে নিষিদ্ধ জিমি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৫: ২৩
ক্লাব কাপ হকিতে  নিষিদ্ধ জিমি

ক্লাব কাপ হকিতে গত সোমবার মোহামেডান স্পোর্টিং ও পুলিশ স্পোর্টিং ক্লাবের ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা জড়িয়ে পড়েছিলেন মারামারিতে। সেই মারামারির জেরে এবার শাস্তির মুখে পড়েছেন মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাঁকে গুনতে হবে ৫০ হাজার টাকার জরিমানাও।

টুর্নামেন্ট কমিটির সভায় জিমির নিষিদ্ধ হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিষেধাজ্ঞায় আগামীকালের সেমিফাইনালে খেলতে পারবেন না জিমি। জিমির সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে পুলিশকেও।

গতকালের খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে, আর অন্য ম্যাচে মেরিনার্স ক্লাব ১০-০ গোলে হারায় সোনালী ব্যাংক ক্লাবকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত