Ajker Patrika

ফেরি ডুবে ট্রাক হারিয়ে সর্বস্বান্ত সোয়েবুর

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৩৩
ফেরি ডুবে ট্রাক হারিয়ে সর্বস্বান্ত সোয়েবুর


আমার সবকিছু শেষ ভাই। আমার সংসার চলতো এই গাড়িটি দিয়েই। মাত্র এক বছর আগে ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটি কিনেছিলাম। মোটামুটি ভালোই যাচ্ছিল সব। কিন্তু এখন আমার কি হবে?’ কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন গত বুধবার পাটুরিয়া ফেরিঘাটে আমানত শাহ ফেরি ডুবিতে ডুবে যাওয়া একটি ট্রাকের মালিক সোয়েবুর রহমান (৩৮)।

সোয়েবুর জানান, সকাল নয়টার দিকে সেনাবাহিনীর নিলাম করা মাল নিয়ে ঢাকার ধোলাই পাড়ের উদ্দেশ্যে ফেরিতে ওঠে ট্রাকটি। সকাল পৌনে ১০টার দিকে ট্রাকচালক মো. ইয়াকুব হাওলাদারের মাধ্যমে ফেরিডুবির ঘটনা জানতে পারেন। খবর শুনেই পটুয়াখালী থেকে পাটুরিয়া ছুটে আসেন তিনি। এসেই শোনেন ফেরির সঙ্গে তাঁর গাড়িটিও ডুবে গেছে। এ কথা শুনেই কেঁদে ফেলেন তিনি। এদিক–সেদিক ছুটতে থাকেন গাড়িটি উদ্ধারের জন্য। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করা আর সম্ভব হয়নি।

সোয়েবুর রহমান বলেন, তাঁর বাড়ি পটুয়াখালী সদরের দক্ষিণ সবুজবাগ এলাকায়। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং পড়ালেখা শেষ করেন। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। এক বছর আগে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে ব্যাংক থেকে ২৫ লাখ টাকা লোন নিয়ে ট্রাকটি কিনেছিলেন। লোনের টাকা পরিশোধ হওয়ার আগেই ডুবে গেছে তাঁর ট্রাক।

উদ্ধার তৎপরতায় অসন্তোষ হয়ে সোয়েবুর বলেন, ‘বুধবার থেকে উদ্ধারকারী দলের তৎপরতা মোটেই সন্তোষজনক না। এ পর্যন্ত ৪টি গাড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কোনো তালিকা তৈরি করা হয়নি। ক্ষতিপূরণ পাব কি না তা নিয়েও সন্দেহ আছে। লোনের টাকায় ট্রাকটি কিনেছিলাম। ক্ষতিপূরণ না পেলে পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

ট্রাকটির চালক মো. ইয়াকুব হাওলাদার বলেন, ‘মাঝ নদীতে আসা মাত্রই ফেরটি বাম দিকে ঝুঁকে যেতে থাকে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ভিড়তেই ৩টি গাড়ি নামতে সক্ষম হয়। আরেকটি ট্রাক অর্ধেক নামার সঙ্গে সঙ্গেই ফেরি কাত হয়ে ডুবে যায়। সেই অর্ধেক নামা ট্রাকটির পেছনেই ছিল আমার ট্রাক। জীবন বাঁচাতে ট্রাক থেকে নেমে পড়তে বাধ্য হই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত