Ajker Patrika

ফাইনালে অংশ নিতে মিশর যাবে ইবি দল

পল্লব আহমেদ সিয়াম, ইবি
আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২: ০৮
Thumbnail image

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নিয়ে ‘আরব সিকিউরিটি ওয়ার গেমস চ্যাম্পিয়নশিপ-২২’ প্রতিযোগিতায় ফাইনালে জায়গা করে নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দল। সম্প্রতি অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় ‘বাইটারসেক স্কোয়াড’ নামে অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করেছেন তাঁরা। অংশগ্রহণকারী সবাই ইবির আইসিটি বিভাগের শিক্ষার্থী। প্রতিযোগিতায় সেরা ১০টি দল মিশরে সশরীরে ফাইনালের জন্য লড়াই করবেন।

দলটির পাঁচজন সদস্য হলেন তারেক রায়হান, আসিফ আলিফ, ফয়সাল আহমেদ, জাকির হোসেন এবং জাহিদ হোসেন সাজিদ।

প্রতিযোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্বব্যাপী ৬০টি দেশের মধ্যে ৭৩২টি দলে মধ্যে পঞ্চম হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ দল। বাংলাদেশের থেকে সেরাদের মাঝে জায়গা করে নিয়েছে দলটি। বিশ্বায়নের সাইবার জগতে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় অর্জন বলে দাবি করছেন প্রতিযোগীরা।

দলের সদস্য ফয়সাল হোসাইন বলেন, ‘বিশ্বের সেরাদের সেরা হতে পেরে অনুভূতি খুবই ভালো। আমাদের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। প্রথম থেকেই ইচ্ছে ছিল, আন্তর্জাতিক পর্যায়ে সাইবার প্রতিযোগিতায় বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া। আমরা আমাদের দেশের পতাকা বিশ্বের বুকে তুলে ধরতে পেরেছি। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিযোগিতায় পঞ্চম হয়েছি। এখন চূড়ান্ত বিজয়ের আশা করছি।’

ফয়সাল হোসাইন বলেন, ‘মিশরে যেতে ভিসার জন্য আমন্ত্রণপত্র আমরা অতি দ্রুত পেয়ে যাব। মিশরে সেপ্টেম্বর মাসে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

ইবির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাপতি ড. বিকাশ চন্দ্র সিংহ বলেন, ‘এই বিস্ময়কর সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন। আগামী মাসে মিশরে ফাইনাল অনুষ্ঠিত হবে। আমাদের বিভাগের সার্বিক সহযোগিতা তাঁরা সর্বদা পাবেন।’

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ফয়সাল হোসাইন বলেন, ‘আমরা সাইবার সিকিউরিটির ওপরে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাব। বাংলাদেশে দক্ষ সাইবার সিকিউরিটি জনবল তৈরি করব। বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে এ বিষয়ে সচেতনতার পাশাপাশি বিভিন্ন ওয়ার্কশপ করার চিন্তাভাবনা আছে।’

আরব সিকিউরিটি কনফারেন্সের উদ্যোগে প্রতি বছর ‘আরব সিকিউরিটি সাইবার ওয়ার গেমস চ্যাম্পিয়নশিপ’ নামের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সাইবার বিশেষজ্ঞদের শত শত দল অংশ নেয়। প্রতিযোগিতায় দলগুলোকে বিভিন্ন সাইবার হামলার বিভিন্ন পর্যায়ে প্রতিরোধের জন্য ২৫টি ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও দক্ষতা খাটিয়ে সমাধান খুঁজে বের করতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত