Ajker Patrika

ডোপ টেস্ট দিয়েই শাবিতে ভর্তি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৪০
ডোপ টেস্ট দিয়েই শাবিতে ভর্তি শুরু

ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে সম্মান প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করে শাবিপ্রবি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে আছে। শিক্ষার্থীকে ভর্তি হওয়ার আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। আমরা কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাব না।’

তবে কারিগরি ত্রুটির কারণে বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেননি। আড়াইটার পর ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ নির্দেশিত ‘এ-১’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকারে মেধাক্রম অনুযায়ী প্রথম ৩৫০ জন শিক্ষার্থীকে ডাকা হয়।

ভর্তি কমিটির সদস্যসচিব চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের ভর্তি কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত