জয়নাল আবেদীন খান, ঢাকা
ডলার-সংকট দূরীকরণে একের পর এক পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। আমদানিতে কড়াকড়ি শর্তের ফলে এলসি খোলা ও নিষ্পত্তি কমায় গত কয়েক মাসে ডলার খরচ হ্রাস পায়। একই সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডলার নিয়ে তৃপ্তির ঢেকুর তোলে বাংলাদেশ ব্যাংক।
সেই ধারাবাহিকতায় গত জুনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গণমাধ্যমকে জানান, ২০২৩-২৪ অর্থবছর থেকে কোনো ব্যাংকের কাছে সস্তায় কিংবা স্বাভাবিক দরেও ডলার বিক্রি করবে না কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু গতকাল পর্যন্ত শুধু জুলাই মাসেই কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১ বিলিয়ন ডলার বিক্রি করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের শুরুতে ডলার বেচা থমকে গিয়েছিল। কিন্তু গত ছয় দিনে সেই চিত্র পাল্টে গেছে। এই ছয় দিনে কেন্দ্রীয় ব্যাংক জ্বালানিসহ নিত্যপণ্যের আমদানি বিল পরিশোধ বাবদ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের কাছে ১০৯ টাকা দরে প্রায় ৯০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে।
গত সোমবার এক দিনেই বিক্রি করা হয়েছে ৬৮০ মিলিয়ন ডলার। সব মিলে বিক্রীত ডলারের পরিমাণ প্রায় ১ বিলিয়ন। এই রেট বাজারের তুলনায় সস্তা। কেননা, বাজারে প্রতি ডলার ১১১ থেকে ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। গত অর্থবছরে ডলার বিক্রির পরিমাণ ছিল ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ও তার আগের বছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর আজকের পত্রিকা’কে বলেন, অর্থ পাচার বন্ধ না হলে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও ডলার-সংকট সহসাই কাটছে বলে মনে হয় না।
গত ১৮ জুন গভর্নর আব্দুর রউফ তালুকদার জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি প্রকাশকালে জানান, ২০২৩-২৪ অর্থবছর থেকে ব্যাংকের কাছে স্বাভাবিক বা সস্তা দরে ডলার বিক্রি করা হবে না।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘জ্বালানিসহ নিত্যপণ্যের আমদানি ব্যয় মেটাতে ডলার বিক্রি করা হচ্ছে, যা আগের তুলনায় কম। গভর্নর মহোদয় সেটাকে ইঙ্গিত করেছেন। আর ডলার পর্যাপ্ত থাকায় বিক্রি হচ্ছে। রিজার্ভও ভালো অবস্থানে রয়েছে।’
আরও খবর পড়ুন:
ডলার-সংকট দূরীকরণে একের পর এক পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। আমদানিতে কড়াকড়ি শর্তের ফলে এলসি খোলা ও নিষ্পত্তি কমায় গত কয়েক মাসে ডলার খরচ হ্রাস পায়। একই সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডলার নিয়ে তৃপ্তির ঢেকুর তোলে বাংলাদেশ ব্যাংক।
সেই ধারাবাহিকতায় গত জুনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গণমাধ্যমকে জানান, ২০২৩-২৪ অর্থবছর থেকে কোনো ব্যাংকের কাছে সস্তায় কিংবা স্বাভাবিক দরেও ডলার বিক্রি করবে না কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু গতকাল পর্যন্ত শুধু জুলাই মাসেই কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১ বিলিয়ন ডলার বিক্রি করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের শুরুতে ডলার বেচা থমকে গিয়েছিল। কিন্তু গত ছয় দিনে সেই চিত্র পাল্টে গেছে। এই ছয় দিনে কেন্দ্রীয় ব্যাংক জ্বালানিসহ নিত্যপণ্যের আমদানি বিল পরিশোধ বাবদ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের কাছে ১০৯ টাকা দরে প্রায় ৯০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে।
গত সোমবার এক দিনেই বিক্রি করা হয়েছে ৬৮০ মিলিয়ন ডলার। সব মিলে বিক্রীত ডলারের পরিমাণ প্রায় ১ বিলিয়ন। এই রেট বাজারের তুলনায় সস্তা। কেননা, বাজারে প্রতি ডলার ১১১ থেকে ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। গত অর্থবছরে ডলার বিক্রির পরিমাণ ছিল ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ও তার আগের বছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর আজকের পত্রিকা’কে বলেন, অর্থ পাচার বন্ধ না হলে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও ডলার-সংকট সহসাই কাটছে বলে মনে হয় না।
গত ১৮ জুন গভর্নর আব্দুর রউফ তালুকদার জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি প্রকাশকালে জানান, ২০২৩-২৪ অর্থবছর থেকে ব্যাংকের কাছে স্বাভাবিক বা সস্তা দরে ডলার বিক্রি করা হবে না।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘জ্বালানিসহ নিত্যপণ্যের আমদানি ব্যয় মেটাতে ডলার বিক্রি করা হচ্ছে, যা আগের তুলনায় কম। গভর্নর মহোদয় সেটাকে ইঙ্গিত করেছেন। আর ডলার পর্যাপ্ত থাকায় বিক্রি হচ্ছে। রিজার্ভও ভালো অবস্থানে রয়েছে।’
আরও খবর পড়ুন:
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪