কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় এক ইউপি সদস্যের চায়ের দোকানে বসানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা নিয়ে জুয়ার আসর থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও চাপুরী গ্রামের আমির হামজা স্থানীয় বঙ্গবাজারের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল ক্রিকেট খেলা দেখানোর নামে জুয়ার আসর বসাতেন। ওই আসরে কেন্দুয়া ছাড়াও পাশের বিভিন্ন উপজেলা থেকে তরুণ ও যুবকদের সমাগম ঘটত।
এ অবস্থায় গত রোববার গভীর রাতে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন তালকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় আইপিএল ক্রিকেট খেলায় টাকার বিনিময়ে বাজি ধরে জুয়া খেলার অভিযোগে ৩০ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
তাদের বাড়ি কেন্দুয়াসহ পাশের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমির হামজা কৌশলে পালিয়ে যান। এ ছাড়া অভিযানের সময় জুয়াখেলার সরঞ্জাম হিসেবে একটি এলইডি টেলিভিশন এবং নগদ প্রায় ১৫ হাজার টাকাও জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক ইউপি সদস্য আমির হামজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইপিএলে টাকার বিনিময়ে বাজি ধরে জুয়া খেলার কারণে এলাকার পরিবেশ নষ্টসহ যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এলাকাকে জুয়ামুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে অনেক চেষ্টা করেও অভিযুক্ত ইউপি সদস্য আমির হামজার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় রোয়াইলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম ইকবাল রুমী বলেন, ‘শুনেছি আমির হামজার দোকানে এ ধরনের জুয়ার আসর বসত। অভিযোগ সত্য হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’ জুয়া খেলা বন্ধ করতে প্রশাসন এগিয়ে এলে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
নেত্রকোনার কেন্দুয়ায় এক ইউপি সদস্যের চায়ের দোকানে বসানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা নিয়ে জুয়ার আসর থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও চাপুরী গ্রামের আমির হামজা স্থানীয় বঙ্গবাজারের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল ক্রিকেট খেলা দেখানোর নামে জুয়ার আসর বসাতেন। ওই আসরে কেন্দুয়া ছাড়াও পাশের বিভিন্ন উপজেলা থেকে তরুণ ও যুবকদের সমাগম ঘটত।
এ অবস্থায় গত রোববার গভীর রাতে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন তালকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় আইপিএল ক্রিকেট খেলায় টাকার বিনিময়ে বাজি ধরে জুয়া খেলার অভিযোগে ৩০ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
তাদের বাড়ি কেন্দুয়াসহ পাশের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমির হামজা কৌশলে পালিয়ে যান। এ ছাড়া অভিযানের সময় জুয়াখেলার সরঞ্জাম হিসেবে একটি এলইডি টেলিভিশন এবং নগদ প্রায় ১৫ হাজার টাকাও জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক ইউপি সদস্য আমির হামজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইপিএলে টাকার বিনিময়ে বাজি ধরে জুয়া খেলার কারণে এলাকার পরিবেশ নষ্টসহ যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এলাকাকে জুয়ামুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে অনেক চেষ্টা করেও অভিযুক্ত ইউপি সদস্য আমির হামজার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় রোয়াইলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম ইকবাল রুমী বলেন, ‘শুনেছি আমির হামজার দোকানে এ ধরনের জুয়ার আসর বসত। অভিযোগ সত্য হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’ জুয়া খেলা বন্ধ করতে প্রশাসন এগিয়ে এলে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪