Ajker Patrika

ইটভাটার গ্যাসে নষ্ট কৃষকের ৩০০ বিঘা জমির ফসল

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ২২
Thumbnail image

ঘাটাইলে তিন শ বিঘা জমির আধপাকা ধান ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকেরা। উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে তিন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন।

এ দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেছেন তাঁরা।

এ সময় ইউএনওকে তাঁরা পুড়ে যাওয়া ধানের আঁটি দেখান ভুক্তভোগী কৃষকেরা। পরে ইউএনও ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ১১৫ জন কৃষকের লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ‘এমএসটি’ নামে একটি ইটভাটা রয়েছে। কৃষিজমির ওপর স্থাপিত এই ভাটার কারণে গৌরিশ্বর, বিল গৌরিশ্বর ও দশানি বকশিয়া গ্রামের প্রায় ৩০০ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই তাঁদের ধান পুড়ে গেছে। এই গ্যাস তীব্র গরম হওয়ার কারণে সবুজ কচি ধান দ্রুত পুড়ে যায়। ইটভাটার বিষাক্ত গ্যাস যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই দিকের ফসলি জমির আধপাকা ধান পুড়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আশপাশের বিভিন্ন গাছের সবুজ পাতা ঝড়ে গেছে।

বিল গৌরিশ্বর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মো. আবুল হোসেন বলেন, ধারদেনা করে এক বিঘা জমিতে ধান আবাদ করেছিলাম। সম্পূর্ণ ধানই পুড়ে গেছে। একই গ্রামের আল আমিন ও ফারুক হোসেন বলেন, আর মাত্র কয়েকটা দিন পরেই ধান ঘরে তুলব। এর মধ্যেই আমাদের সর্বনাশ হয়ে গেল।

জানতে চাইলে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকেরা আমার কাছে এসেছিলেন। তাঁদের নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি। আশা করি দ্রুত প্রতিকার পাওয়া যাবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এমএসটি ইটভাটার মালিক ফজলুল হক তালুকদার বলেন, কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা ঠিক। তবে এটা ইটভাটার কারণে নাকি পোকার আক্রমণে তা নিশ্চিত নয়। ইটভাটার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে আমরা আলোচনা করে ক্ষতিপূরণ দেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরী বলেন, আমি সরেজমিনে ক্ষতিগ্রস্ত খেত দেখব। উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত